শুক্রবার, ১২ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

ইকুয়েডরের প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাজ্যের

জুলিয়ান অ্যাসাঞ্জ ইস্যু

সাড়া জাগানো বিকল্প সংবাদমাধ্যম উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের ‘বন্দি জীবনের’ অবসানে ইকুয়েডরের দেওয়া প্রস্তাব প্রত্যাখ্যান করেছে যুক্তরাজ্য। বুধবার ব্রিটিশ ফরেন অ্যান্ড কমনওয়েলথ অফিসের এক মুখপাত্র জানান, ইকুয়েডর সরকার অ্যাসাঞ্জের রাজনৈতিক আশ্রয়ের অনুরোধ জানিয়েছে। তবে সেটা প্রত্যাখ্যান করেছে যুক্তরাজ্য।

মঙ্গলবার ইকুয়েডরের পররাষ্ট্রমন্ত্রী মারিয়া ফার্নান্দো এসপানিসো বলেছেন, গ্রেফতারের ভয়ে সাড়ে পাঁচ বছর ধরে লন্ডনে ইকুয়েডরের দূতাবাসে অ্যাসাঞ্জ আছেন। তার এই বন্দিদশা ‘সমর্থনযোগ্য’ নয়। আন্তর্জাতিক মধ্যস্থতায় এর অবসান হওয়া উচিত। এ জন্য আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষ করে যুক্তরাজ্যের সাহায্য চান পররাষ্ট্রমন্ত্রী এসপানিসো। ইকুয়েডরের অনুরোধ মানা হলে গ্রেফতারের শঙ্কা ছাড়াই লন্ডনের ইকুয়েডর দূতাবাস থেকে বের হতে পারবেন।

সুইডেনে দুই নারীর বিরুদ্ধে যৌন নিপীড়ন চালানোর অভিযোগ ওঠার পর ২০১২ সালের জুন থেকে লন্ডনের ইকুয়েডর দূতাবাসের আশ্রয়ে আছেন মার্কিন গোপন নজরদারির তথ্য ফাঁসকারী উইকিলিকসের প্রতিষ্ঠাতা অ্যাসাঞ্জ। তবে ধর্ষণের অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন তিনি। আনদুলু।

সর্বশেষ খবর