সোমবার, ১৫ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

ভারতে পরমাণু হামলার হুমকি পাকিস্তানের

ভারতে পরমাণু হামলার হুমকি পাকিস্তানের

ভারতে পরমাণু হামলার হুমকি দিলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী খাজা  মোহাম্মদ আসিফ। পাকিস্তানের পরমাণু শক্তি সম্পর্কে ভারতের সেনাপ্রধান বিপিন রাওয়াতের মন্তব্যের জেরে অনেকটা হুমকির সুরে কথা বলেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আসিফ। তিনি টুইটেও ভারতকে পরমাণু হামলার কথা বলেছেন। শুক্রবার ভারতের সেনাপ্রধান এক প্রশ্নের উত্তরে বলেন, যদি সত্যিই পাকিস্তানের মুখোমুখি হতে হয়, তবে আমরা দেখব তাদের পারমাণবিক বাগাড়ম্বর কতখানি সত্যি। এমন নয় যে, তাদের কাছে পরমাণু অস্ত্র আছে, সেই ভয়ে আমরা সীমান্ত আক্রমণ করব না। আমরা তাদের পরমাণু ধোঁকাবাজির মাত্রা (সক্ষমতা) কতটুকু তা দেখে নেব। রাওয়াতের এই মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানান আসিফ। টুইট করে তিনি বলেন, ‘একজন সেনাপ্রধান হিসেবে রাওয়াতের মন্তব্য দায়িত্বজ্ঞানহীনের মতোই। এ ধরনের মন্তব্য করে পাকিস্তানকে পরমাণু হামলার আমন্ত্রণ জানাচ্ছে ভারত। যদি সত্যিই আমাদের শক্তি পরীক্ষা করতে চায় ভারত, তাতে আমরা রাজি। আর সেই সঙ্গে সেনাপ্রধানের সন্দেহটাও দূর হয়ে যাবে।’ পররাষ্ট্রমন্ত্রী আসিফের পাশাপাশি পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ ফয়সলও টুইট করে হুঁশিয়ারি দিয়েছেন। শনিবার তিনি দুটি টুইট করেন। প্রথম টুইটে তিনি লেখেন, ভারতের সেনাপ্রধানের দায়িত্বজ্ঞানহীন এবং হুমকিপূর্ণ মন্তব্যে এটাই প্রমাণ হয়, একটি অশুভ শক্তি তাদের চিন্তার নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। তবে, পাকিস্তানেরও সর্বাত্মক প্রতিরোধ ক্ষমতা আছে। দ্বিতীয় টুইটে বলেন, এ ধরনের ঘটনাকে হালকাভাবে নেওয়ার কিছু নেই। ভুল তথ্যের ভিত্তিতে রোমাঞ্চকর চিন্তাভাবনার কোনো অবকাশ নেই। পাকিস্তানের নিজে রক্ষা করার পূর্ণ শক্তি রয়েছে। উল্লেখ্য, গত কিছুদিন ধরে পাকিস্তানের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ছে। সম্প্রতি, সন্ত্রাসবাদে আশ্রয় দেওয়ার অভিযোগে পাকিস্তানে সামরিক সহযোগিতা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে পাকিস্তানের পরমাণু ও প্রতিরক্ষা ব্যবস্থা ভারতের এমন মন্তব্যে যে পাকিস্তানকে চটিয়ে দিয়েছে তা স্পষ্টই দৃশ্যমান। টাইমস অব ইন্ডিয়া, জি নিউজ

 

সর্বশেষ খবর