সোমবার, ১৫ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

ভুল করে ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা!

যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ হচ্ছে। এমন মোবাইল মেসেজ যায় রাজ্যের প্রায় সব মোবাইল ফোনে। এরপর পুরো রাজ্যে শুরু আতঙ্ক। পরে হাওয়াইয়ের কর্তৃপক্ষ স্বীকার করেছে, তাদের এক কর্মকর্তা কম্পিউটারে ভুল বাটন প্রেস করার কারণে কয়েক লাখ মানুষের কাছে এই ভুল বার্তা পৌঁছে যায়। হাওয়াইয়ের স্থানীয় সময় শনিবার সকালে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বিবিসি। ওই সকালে মোবাইল ফোন ব্যবহারকারীরা একটি বার্তা পান, এতে লেখা ছিল : ‘ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের হুমকির মুখে হাওয়াই। এখনই নিরাপদ আশ্রয়ে চলে যান। এটি কোনো অনুশীলন নয়।’ ভুল এই সতর্ক বার্তাটি লোকজনের মোবাইল ফোনে পাঠানোর পাশাপাশি টেলিভিশন ও রেডিওতে সম্প্রচার করা হয়। স্থানীয় সময় সকাল ৮টা ৭ মিনিটে বার্তাটি মোবাইল ফোনে আসে, বার্তাটির অক্ষরগুলো সব বড় হাতে লেখা ছিল। পরে এক ঘোষণায় সতর্কবার্তাটি ভুল করে পাঠানো হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ, এতে হাওয়াইবাসীর মধ্যে স্বস্তি ফিরে আসে। হাওয়াই গভর্নর ডেভিড আইজি, মানুষের মধ্যে আতঙ্ক ছড়ানোর জন্য ক্ষমা চেয়েছন। বিবিসি জানিয়েছে, মেসেজের পর সেখানকার মানুষজনকে দ্রুতবেগে গাড়ি চালিয়ে নিরাপদ আশ্রয় খুঁজতে দেখা গেছে। সম্প্রতি উত্তর কোরিয়া থেকে ধারাবাহিকভাবে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষার ফলে উত্তেজনা বিরাজ করছে ওই অঞ্চলে। মার্কিন কেন্দ্রীয় সরকার বলছে, এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা হবে।

উল্লেখ্য, উত্তর কোরিয়া থেকে হাওয়াইয়ে সম্ভাব্য ক্ষেপণাস্ত্রের আঘাত হতে পারে এমন একটা অ্যালার্ম সিস্টেমে দেওয়া আছে। এএফপি, বিবিসি

সর্বশেষ খবর