সোমবার, ১৫ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা
নেতানিয়াহুর ভারত সফর

রীতি ভেঙে বিমান বন্দরে মোদি

কলকাতা প্রতিনিধি

রীতি ভেঙে বিমান বন্দরে মোদি

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে রীতি ভেঙে স্বাগত জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছয় দিনের সফরে গতকাল দুপুরে দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরে নামেন নেতানিয়াহু। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী সারা ও ১৩০ সদস্যের বিশাল প্রতিনিধি দল। বিমান থেকে নামার পর নেতানিয়াহুকে জড়িয়ে ধরেন মোদি। যা রীতি বিবর্জিত বলছেন কূটনীতিকরা।  ইসরায়েলি প্রধানমন্ত্রীকে স্বাগত জানার কিছু পরেই ট্যুইট করে আলিঙ্গনের ছবি পোস্ট করে মোদি জানান, ‘আমার বন্ধু প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ভারতে স্বাগত। আপনার এই ভারত সফর ঐতিহাসিক ও বিশেষ। এটা আমাদের দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও শক্তশালী করবে।’ ইসরায়েলি প্রধানমন্ত্রীও হিব্রু ও ইংরেজিতে ট্যুইট করে জানান, ‘আমরা ভারতে পা রেখেছি। আমার ভালো বন্ধু নরেন্দ্র মোদিকে এই উষ্ণ অভিনন্দনের জন্য ধন্যবাদ জানাই।’

সর্বশেষ খবর