সোমবার, ১৫ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা
তিউনিসিয়ায় বিক্ষোভ

সংস্কারের ঘোষণা সরকারের

তিউনিসিয়ায় ব্যয় সংকোচন নীতি বিরোধী বিক্ষোভের পর দেশটির সরকার স্বাস্থ্যসেবা, গৃহায়ণ ও দরিদ্র মানুষের সাহায্য বাড়ানোসহ সামাজিক বেশকিছু ক্ষেত্রে সংস্কারের ঘোষণা দিয়েছে। প্রসঙ্গত, দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট জিনে আল-আবিদিন বেন আলীর পদত্যাগের সপ্তম বার্ষিকী ছিল গতকাল রবিবার। এ বার্ষিকীকে কেন্দ্র করে এক সপ্তাহ আগে থেকেই তিউনিসিয়াজুড়ে সরকারবিরোধী ব্যাপক বিক্ষোভ শুরু হয়। এ সময় ৮০০-এর বেশি বিক্ষোভকারীকে আটক করা হয়। বিক্ষোভের প্রতিক্রিয়ায় জরুরি বৈঠকে বসে সরকার। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, সরকারের নতুন সংস্কার বিষয়ক পরিকল্পনা সংসদে জমা দেওয়া হয়েছে। সেখানে অনুমোদিত হলেই কার্যকর হবে। বিবিসি।

সর্বশেষ খবর