সোমবার, ১৫ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

ট্রাম্পের ‘মস্তিষ্ক’ পরীক্ষার দাবি চিকিৎসকদের

ট্রাম্পের ‘মস্তিষ্ক’ পরীক্ষার দাবি চিকিৎসকদের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মানসিক সুস্থতা নিয়ে গত কয়েকদিন ধরেই বেশ আলোচনা ও বিতর্ক চলছে। বিশেষ করে সাংবাদিক মাইকেল ওলফের লেখা বেস্ট সেলার ‘ফায়ার অ্যান্ড ফিউরি’ বইয়ে ট্রাম্পের মানসিক স্বাস্থ্য নিয়ে প্রশ্ন ওঠার পর থেকে এ আলোচনা যেন আরও গতি পেয়েছে। এরই ধারাবাহিকতায় এবার একদল মানসিক স্বাস্থ্যবিশেষজ্ঞ প্রকাশ্যেই ট্রাম্পের মস্তিষ্কের পরীক্ষা করানোর দাবি জানিয়েছেন। ট্রাম্পের চিকিৎসক রনি জ্যাকশন বরাবর বৃহস্পতিবার লেখা এক চিঠিতে জরুরিভিত্তিতে মার্কিন প্রেসিডেন্টের মানসিক স্বাস্থ্য পরীক্ষার ওই দাবি জানিয়েছেন তারা। যদিও এর একদিন পরই (শুক্রবার) হোয়াইট হাউসের এ চিকিৎসক দাবি করেছেন, প্রেসিডেন্ট   ট্রাম্প নাকি শারীরিকভাবে ‘বেশ চমৎকার’ আছেন। তবে চিকিৎসকদের আহ্বান সত্ত্বেও ট্রাম্পের মানসিক স্বাস্থ্য কেমন তা জানতে তার ওপর কোনো পরীক্ষা হয়েছে কিনা তা অবশ্য পরিষ্কার করেননি।   হোয়াইট হাউসের সাবেক ও বর্তমান কর্মকর্তা-কর্মচারীদের কাছ থেকে পাওয়া বক্তব্যের ভিত্তিতে সাংবাদিক  ওলফ প্রেসিডেন্ট ট্রাম্প ও হোয়াইট   হাউস নিয়ে ওই বইটি লিখেছেন। বইটিতে তিনি ট্রাম্পের মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন তুলে দাবি করেছেন, মার্কিন প্রেসিডেন্ট হওয়ার মতো মানসিকভাবে যথেষ্ট সুস্থ  নন ট্রাম্প। প্রকাশের আগেই বইটি      নিয়ে যুক্তরাষ্ট্রসহ গোটা বিশ্বে বেশ হৈচৈ পড়ে যায়। সিএনএন।

সর্বশেষ খবর