সোমবার, ১৫ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

পেরুতে ৭.৩ মাত্রার ভূমিকম্প বহু প্রাণহানির আশঙ্কা

ল্যাটিন আমেরিকার দেশ পেরুতে গতকাল এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ৭.৩ বলে কর্মকর্তাদের বরাতে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে। তবে ভূমিকম্পের মাত্রা ৭.১ বলে সিএনএন জানিয়েছে। সর্বশেষ খবর পর্যন্ত শক্তিশালী এ ভূমিকম্পে কমপক্ষে ২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ছাড়া আরও অন্তত ৬৫ জন আহত হয়েছেন। হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হয়েছে।

পেরুর দক্ষিণাঞ্চলীয় আরেকিপা অঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানে। তবে পার্শ্ববর্তী এলাকাগুলোতেও এর প্রভাব অনুভূত হয়। অঞ্চলটির গভর্নর এক টুইট বার্তায় জানিয়েছেন, নিহতদের মধ্যে একজনের বয়স ৫৫, যিনি ভূমিকম্পের ফলে পাথরের নিচে চাপা পড়ে মারা গেছেন। অপর ব্যক্তিও একই অঞ্চলের বাসিন্দা। তবে নিহত ব্যক্তিদের পরিচয় এবং অন্যান্য ক্ষয়ক্ষতির ব্যাপারে তাত্ক্ষণিকভাবে বিস্তারিত আর কিছুই জানা যায়নি। পেরুর জাতীয় ইমার্জেন্সি অপারেশন্স সেন্টার জানায়, ভূমিকম্পে শুধু আরেকিপা অঞ্চলেই অন্তত ২৩ জন আহত হয়েছেন। সিএনএন।

সর্বশেষ খবর