সোমবার, ১৫ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

সমুদ্রে পড়ার মুখে থেমে গেল বিমান, তারপর..

দুজন পাইলট, যাত্রী, বিমানকর্মীসহ ১৬২ জন আরোহী নিয়ে তুরস্কের রাজধানী আঙ্কারা থেকে যাত্রা করেছিল পেগাসাস এয়ারলাইনসের একটি বিমান। ল্যান্ড করার কথা উত্তর তুরস্কের ট্র্যাবজনে। রানওয়েতে নামার পরই চালক বুঝলেন কিছু গোলমাল হয়েছে। ব্রেক কাজ করছিল না, পিছলে যাচ্ছে বিমানের চাকা। এরপর রানওয়ে থেকে ছিটকে এটি বাইরে চলে যায়। পাশেই সমুদ্র। আতঙ্কে চিৎকার শুরু করে আরোহীরা। অনেক চেষ্টায় সমুদ্রে পড়ার আগেই থেমে যায় বিমানটি। আধা ঝুলন্ত অবস্থায় পেগাসাস এয়ারলাইনসের ওই বিমানটির ছবি সম্প্রতি ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। ঘটনাটি শনিবারের। কীভাবে ঘটল এই দুর্ঘটনা? তার সদুত্তর দিতে পারেননি চালক থেকে বিমান সংস্থার কর্তৃপক্ষ কেউই। তবে বিমানের ভিতর প্রতিটি মুহৃর্তই ছিল ভয়ঙ্কর। এমনই অভিজ্ঞতার কথা জানিয়েছেন এক যাত্রী ফাতেমা গর্ডু। এএফপি

সর্বশেষ খবর