মঙ্গলবার, ১৬ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

মোদিকে ‘বিপ্লবী’ বললেন নেতানিয়াহু

কলকাতা প্রতিনিধি

মোদিকে ‘বিপ্লবী’ বললেন নেতানিয়াহু

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘বিপ্লবী নেতা’ আখ্যায়িত করেছেন ভারত সফররত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু। তিনি মোদির যোগাভ্যাসের ব্যাপক প্রশংসা করেন একই সঙ্গে যোগাসনের ক্লাস করার ইচ্ছাও প্রকাশ করেছেন। ছয় দিনের এ সফরে গতকাল প্রতিরক্ষা, কৃষি, মহাকাশ প্রযুক্তিসহ নয়টি ক্ষেত্রে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত হয় সমঝোতাপত্র (‘মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং’ বা ‘মউ’)। এদিন দিল্লির হায়দরাবাদ হাউসে দুই দেশের প্রধানমন্ত্রী ও প্রতিনিধি দলের বৈঠকে ওই নয়টি মউ স্বাক্ষরিত হয়েছে। সহযোগিতার ক্ষেত্রে আরও   ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার করা হয়েছে তেল ও প্রাকৃতিক গ্যাস, অপ্রচলিত শক্তি ও সাইবার নিরাপত্তা, বিমানবন্দরের প্রটোকলেও। যৌথভাবে চলচ্চিত্র ও তথ্যচিত্র নির্মাণের জন্যও মউ হয়েছে দুই দেশের মধ্যে। মউ স্বাক্ষরের পর যৌথ বিবৃতিও দেন দুই দেশের প্রধানমন্ত্রী।

সর্বশেষ খবর