মঙ্গলবার, ১৬ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা
আফ্রিকার অভিবাসীরা ‘নোংরা’

বর্ণবাদীর অভিযোগ প্রত্যাখ্যান ট্রাম্পের

হোয়াইট হাউসের ওভাল অফিসে গত ১১ জানুয়ারি অভিবাসন সংস্কার বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বৈঠকে বসেন। বৈঠকে আফ্রিকা ও বিশ্বের অন্যান্য স্থান থেকে যুক্তরাষ্ট্রে আগত অভিবাসীদের প্রতি ‘অসন্তুষ্টি’ প্রকাশ করে দেশগুলোকে ‘চরম নোংরা স্থান’ (শিটহোল) হিসেবে আখ্যায়িত করেছেন। ট্রাম্পের এমন মন্তব্যে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ বিশেষ করে আফ্রিকার দেশগুলোতে চরম সমালোচনা চলছে। ওই মন্তব্য করে ট্রাম্প নিজেকে ‘বর্ণবাদী’ হিসেবে প্রতিষ্ঠিত করেছেন বলে অভিযোগ। তবে এ অভিযোগ নাকচ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ‘আমি বর্ণবাদী নই। আপনারা (সাংবাদিক) যাদের এ পর্যন্ত সাক্ষাত্কার নিয়েছেন তাদের মধ্যে আমিই হচ্ছি ন্যূনতম বর্ণবাদী ব্যক্তি’ বলেছেন ট্রাম্প। স্থানীয় সময় রবিবার রাতে ফ্লোরিডার পাম বিচে সাংবাদিকদের একথা বলেছেন ট্রাম্প। নিজের বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ ওঠার পর এই প্রথম সাংবাদিকদের সঙ্গে সরাসরি কথা বলছেন ট্রাম্প। এদিকে, মার্কিন প্রেসিডেন্টের ওই মন্তব্যের ইতিমধ্যে কড়া প্রতিবাদ জানিয়েছে আফ্রিকার দেশগুলোর জোট আফ্রিকার ইউনিয়ন (এইউ)। জোটের তরফে ট্রাম্প প্রশাসনের কাছে ওই মন্তব্যের ব্যাখ্যাও চাওয়া হয়েছে। এবার দক্ষিণ আফ্রিকা মার্কিন প্রেসিডেন্টের ওই বক্তব্যের আনুষ্ঠানিক প্রতিবাদ জানাতে যাচ্ছে। গতকাল দিনের কোনো এক সময়। সিএনএন, বিবিসি।

সর্বশেষ খবর