মঙ্গলবার, ১৬ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান ইমরানের

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান ইমরানের

পাকিস্তানের এক সময়ের তারকা ক্রিকেটার ও বর্তমান বিরোধী দল তেহরিকে ইনসাফ পার্টির প্রধান ইমরান খান সন্ত্রাসবাদের ব্যাপারে আমেরিকার নীতিকে দ্বৈত নীতি আখ্যায়িত করে তীব্র সমালোচনা করেছেন। তিনি পাকিস্তান সরকারকে ওয়াশিংটনের চাপের বিরুদ্ধে রুখে দাঁড়ানোরও আহ্বান জানিয়েছেন। তিনি রবিবার ইসলামাবাদে এক বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের পাকিস্তান-বিদ্বেষী নীতির কথা উল্লেখ করে বলেন, আর্থিক সাহায্য পাওয়ার আশায় সন্ত্রাসবিরোধী যুদ্ধে জড়ানোই পাকিস্তানের ভুল হয়েছে। তিনি দাবি করেন, সন্ত্রাসবাদের সঙ্গে পাকিস্তানের কোনো সম্পর্ক নেই। ইমরান খান বলেন, আর্থিক সহায়তা পাওয়ার বিনিময়ে পাকিস্তান যে যুদ্ধ শুরু করেছিল তার ফলে ৭০ হাজার মানুষের প্রাণহানি হয়েছে। সাবেক এই ক্রিকেটার এর আগে পাকিস্তানকে মার্কিন বলয় থেকে বেরিয়ে এসে চীন, রাশিয়া ও ইরানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপনের আহ্বান জানিয়েছিলেন। গত আগস্ট মাসে ট্রাম্প পাকিস্তানকে আফগানিস্তানে তত্পর সন্ত্রাসীদের পৃষ্ঠপোষক বলে অভিহিত করেন।

সর্বশেষ খবর