শনিবার, ২০ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা
অ্যাসাঞ্জ বললেন

মানবসভ্যতার হুমকি গুগল-ফেসবুক

মানবসভ্যতার হুমকি গুগল-ফেসবুক

বিশ্বজুড়ে সাড়াজাগানো বিকল্পধারার সংবাদমাধ্যম উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ; যিনি ডিজিটাল ব্যবস্থাকে পুঁজি করে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর লাখ লাখ গোপন নথি ইন্টারনেটে ফাঁস করে দিয়েছিলেন। সেই অ্যাসাঞ্জ গুগল ও ফেসবুককে মানবসভ্যতার জন্য হুমকি বলে অভিহিত করেছেন। তার মন্তব্য, ফেসবুক আর গুগলের মতো বহুজাতিক কোম্পানিগুলো ‘বহুরাষ্ট্রিক ডিজিটাল ফেডারেশন’র রূপ নিয়ে সমাজে শত শত বছর ধরে চলে আসা কাঠামোর ভিত্তিমূলে আঘাত করছে। তিনি মনে করছেন, সমাজের ওপর গুগল ও ফেসবুক কৃত্রিম বুদ্ধিমত্তার যান্ত্রিক আধিপত্যকে এমন এক পর্যায়ে নিয়ে যাচ্ছে, যা মানবসভ্যতাকে হুমকির মুখে ঠেলে দিয়েছে। যৌননিপীড়নের অভিযোগ ওঠার পর সাড়ে ছয় বছর ধরে লন্ডনের ইকুয়েডর দূতাবাসের আশ্রয়ে আছেন অ্যাসাঞ্জ। ওয়ার্ল্ড সোশ্যালিস্ট ওয়েবসাইটের আয়োজনে অনলাইনভিত্তিক সেমিনার ‘অর্গানাইজিং রেসিস্ট্যান্স টু ইন্টারনেট সেন্সরশিপ’ অনুষ্ঠানের জন্য বন্দীদশা থেকেই একটি বিবৃতি দিয়েছেন অ্যাসাঞ্জ। অ্যাসাঞ্জ বলেন, ‘এই বড় টেক কোম্পানিগুলো ‘বহুরাষ্ট্রিক ডিজিটাল ফেডারেশন’ গড়ে তুলছে। মঙ্গলবার তার এই বিবৃতি সবার সামনে উপস্থাপন করা হয়। তিনি বলেন, ‘গুগল, ফেসবুক তাদের সংযুক্তি নতুন সামাজিক কাঠামোকে সামনে আনছে। সৃষ্টি হচ্ছে যোগাযোগের নতুন ধারা।’ কৃত্রিম বুদ্ধিমত্তার এই সামাজিক প্রভাব মানবসভ্যতার জন্য হুমকি বলেই মনে করেন অ্যাসাঞ্জ। তিনি বলেন, এই টেক কোম্পানিগুলো সংস্কৃতি ও রাজনীতিকে নতুন রূপ দিচ্ছে। তারা এমন গতি ও আকারে এ কাজ করতে সক্ষম যা আগে কখনই সম্ভব ছিল না। ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস।

সর্বশেষ খবর