সোমবার, ২২ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা
তালেবানের দায় স্বীকার

কাবুলে ১২ ঘণ্টার বন্দুকযুদ্ধে জিম্মিদশার অবসান

চার জঙ্গিসহ নিহত ১০

আফগানিস্তানের রাজধানী কাবুলের বিলাসবহুল ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ১২ ঘণ্টার বন্দুকযুদ্ধের পর জিম্মিদশার অবসান ঘটেছে। পুলিশ ও নিরাপত্তাবাহিনীর গুলিতে চার বন্দুকধারীর সবাই নিহত হয়েছে। জিম্মিদশার ঘটনায় সন্ত্রাসীদের গুলিতে ছয় বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে এক বিদেশি নারীও রয়েছেন। আফগান তালেবান এ হামলার দায় স্বীকার করেছে। স্থানীয় সময় শনিবার রাত ৯টা নাগাদ দুর্বৃত্তরা হোটেলটিতে ঢুকে পড়ে। এ সময় হোটেলের কোথাও ডিনার পার্টি চলছিল, কোথাও সরকারি বৈঠক, কোথাও আবার বিয়ের অনুষ্ঠান চলছিল। সে সময়ই চার বন্দুকবাজ রকেট লঞ্চার, হ্যান্ড গ্রেনেড ও প্রচুর বিস্ফোরক নিয়ে হোটেল চত্বরে ঢুকে পড়ে। নিরাপত্তারক্ষীরা প্রথমে তাদের বাধা দেওয়ার চেষ্টা করে। দুই পক্ষের মধ্যে ব্যাপক গুলিবিনিময় হয়। বন্দুকবাজের গুলিতে নিহত হন এক নিরাপত্তারক্ষী। আফগান নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, ১২ ঘণ্টার বেশি লড়াই শেষে গতকাল সকালে সেখানে অভিযানের সমাপ্তি ঘোষণা করা হয়। হোটেল ভবনটির ভিতর থেকে প্রায় ১৬০ জনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। এদিকে, হোটেলে জিম্মিদশার ঘটনায় প্রাণহানির ব্যাপারে সরকার যে সংখ্যা দিয়েছে বাস্তবে তা আরও বেশি হতে পারে বলে স্থানীয় টোলো নিউজ এজেন্সি জানিয়েছে। সংবাদকর্মীরা হোটেলটির ভিতরে বেশ কয়েকজনের লাশ পড়ে থাকতে দেখেছেন বলে এক প্রতিবেদকের বরাতে গণমাধ্যমটি জানিয়েছে। বিবিসি।

সর্বশেষ খবর