সোমবার, ২২ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

সিরিয়ার আফরিনে ঢুকে পড়ল তুর্কি বাহিনী

তুরস্কের স্থলবাহিনী সিরিয়ার কুর্দি নিয়ন্ত্রিত শহর আফরিনে ঢুকে পড়েছে। তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম গতকাল রাজধানী ইস্তাম্বুলে এক সংবাদ সম্মেলনে বলেছেন, তুর্কি সেনাবাহিনী আফরিন থেকে কুর্দি জঙ্গিদের তাড়িয়ে দিয়ে ৩০ কিলোমিটার এলাকাকে ‘নিরাপদ’ হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা করবে। তবে কুর্দি মিলিশিয়া ওয়াইপিজি এ খবর অস্বীকার করেছে। তারা দাবি করছে, তুরস্কের আক্রমণকারীদের হটিয়ে দেওয়া হয়েছে। এদিকে আফরিন শহর থেকে রুশ সেনা ও সামরিক সরঞ্জাম প্রত্যাহার শুরুর পরপরই সেখানে কুর্দিদের অবস্থানে বিমান হামলা চালায় তুর্কি বাহিনী। এতে অন্তত নয়জন নিহত হয়েছেন। প্রসঙ্গত, ২০১২ সাল থেকে আফরিন অঞ্চল থেকে কুর্দি যোদ্ধাদের তাড়াতে চেষ্টা চলছে। এসব কুর্দি যোদ্ধার অনেকেই আইএসবিরোধী যুদ্ধে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করেছে। তুরস্কের এ পদক্ষেপের কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আলজাজিরা।

সর্বশেষ খবর