মঙ্গলবার, ২৩ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

তুর্কি সেনা অভিযানে সিরীয় গ্রামের কুর্দিরা বিতাড়িত

তুর্কি সেনা অভিযানে সিরীয় গ্রামের কুর্দিরা বিতাড়িত

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় কুর্দি অধ্যুষিত ও নিয়ন্ত্রিত অঞ্চল আফরিনের কয়েকটি গ্রামের দখল নিয়েছে তুরস্কের সেনারা। আফরিনকে কুর্দি মিলিয়া গোষ্ঠী ওয়াইপিজি’র হাত থেকে মুক্ত ও গোষ্ঠীটিকে সেখান থেকে বিতাড়িত করতে শুক্রবার থেকে সেখানে স্থল অভিযান শুরু করেছে তুরস্ক। অভিযানের তৃতীয় দিনে গতকাল এ সফলতা এসেছে বলে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদুলু জানিয়েছে। এদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান জানিয়েছেন, আফরিন অভিযান  থেকে তার দেশের পিছু হটার কোনো সুযোগ নেই। অঞ্চলটিকে ওয়াইপিজি জঙ্গিদের হাত থেকে মুক্ত করেই তারা এ অভিযানের ইতি ঘটাবেন। আর সিরিয়ায় যুদ্ধ পর্যবেক্ষণকারী ব্রিটেনভিত্তিক একটি সংস্থা গতকাল জানিয়েছে, আফরিনে তুরস্কের অভিযানে বিশেষ করে সপ্তাহান্তে পরিচালিত বিমান হামলায় এখন পর্যন্ত ১৮ জন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন। তুরস্ক সিরিয়ার কুর্দি মিলিশিয়া গোষ্ঠী ওয়াইপিজিকে জাতীয় নিরাপত্তা হুমকি হিসেবে দেখে থাকে। গোষ্ঠীটিকে তুরস্ক তার ভূখণ্ডে সক্রিয় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী কুর্দিস্থান ওয়ার্কার্স পার্টি (পিকেকে)’র বর্ধিতাংশ হিসেবে বিবেচনা করে। পিকেকে কুর্দিস্থানের স্বাধীনতার জন্য গত তিন দশক করে লড়াই চালিয়ে যাচ্ছে। সম্প্রতি ‘ডিফেন্স পোস্ট’ নামে মার্কিন একটি গণমাধ্যমের খবরে বলা হয়, যুক্তরাষ্ট্র সিরিয়ার আসাদ সরকার বিরোধী সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স এসডিএফ’র সহযোগিতায়    কুর্দি মিলিশিয়াদের নিয়ে তুরস্কের সঙ্গে লাগোয়া সিরীয় সীমান্তে একটি বিশেষ সীমান্তরক্ষী বাহিনী গঠন করতে যাচ্ছে। এমন খবরে আঙ্কারা ওয়াশিংটনের প্রতি চরম ক্ষিপ্ত হয়। শুধু তাই নয়, প্রয়োজনে               কুর্দি মিলিশিয়াদের বিরুদ্ধে        সামরিক অভিযানেরও হুমকি দেয়       আঙ্কারা। বিবিসি।

সর্বশেষ খবর