মঙ্গলবার, ২৩ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

অবশেষে জার্মানিতে হচ্ছে জোট সরকার

অবশেষে জার্মানিতে গঠিত হচ্ছে জোট সরকার। দেশটিতে জোট সরকার গঠনের শেষ বাধার অবসান হয়েছে। চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাট ইউনিয়ন পার্টির পরে দেশটির দ্বিতীয় বৃহত্তম এবং জোট সরকার গঠনের জন্য অন্যতম শরিক দল সোশ্যাল গণতান্ত্রিক দলের প্রতিনিধিরা রবিবার দলটির  জোট সরকার গঠনের পক্ষে ভোট দিয়েছেন। এর ফলে আগামী চার বছরের জন্য জার্মানিতে চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের জন্য জোট সরকার গঠনে আর কোনো বাধা রইল না। গত ২৪ অক্টোবর জার্মানিতে উনিশতম পার্লামেন্টের নির্বাচন হয়েছিল। প্রায় তিন মাস পর ফের গত আট বছরের জোট সরকারের আদলের দলগুলোকে নিয়ে ১২ জানুয়ারি পুনরায় জোট সরকার গঠনের প্রাথমিক প্রক্রিয়া শেষ হয়। ইতিপূর্বে জার্মানিতে ১২ বছর ধরে ক্ষমতাসীন চ্যান্সেলর অ্যাঙ্গেলা  মেরকেলের ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাটিক ইউনিয়ন নতুন শরিক ফ্রি ডেমোক্র্যাটিক দল ও পরিবেশবাদী সবুজ দলকে নিয়ে জোট সরকার গঠনের আলোচনা শুরু করলেও পরে তা ভেস্তে যায়। বিবিসি।

সর্বশেষ খবর