বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

সাক্ষ্য দিতেই হচ্ছে ট্রাম্পকে

নির্বাচনে রুশ আঁতাত

সাক্ষ্য দিতেই হচ্ছে ট্রাম্পকে

গত মার্কিন নির্বাচনের সময় ডোনাল্ড ট্রাম্প শিবিরের সঙ্গে রাশিয়ার আঁতাত ছিল। এই অভিযোগে বিশেষ তদন্ত কমিটি গঠন করেছে দেশটির বিচার বিভাগ। সেই তদন্ত দলের প্রধান সাবেক এফবিআই কর্তা রবার্ট মুলার। মুলার এর মধ্যে ট্রাম্প শিবিরের অনেক রথি-মহারথির সাক্ষ্য নিয়েছেন। এরমধ্যে প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন তিনি মুলারের কাছে কোনো সাক্ষ্য দিবেন না। কিন্তু তদন্ত কর্মকর্তা নাছোড় বান্দা। শেষ পর্যন্ত রাশিয়া আঁতাত নিয়ে ট্রাম্পকে সাক্ষ্য দিতেই হচ্ছে। এ জন্য স্পেশাল কাউন্সেল মুলার প্রেসিডেন্ট ট্রাম্পকে জিজ্ঞাসাবাদের সব প্রস্তুতি শেষ করে এনেছেন। আগামী সপ্তাহেই ট্রাম্পকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম সিএনএন। একটি দায়িত্বশীল সূত্রের বরাতে সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, সাবেক এফবিআই প্রধান জেমস কমি ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিনকে বরখাস্তের বিস্তারিত কারণ জানতে চেয়ে করা হতে পারে এ জিজ্ঞাসাবাদ। এদিকে হোয়াইট হাউস থেকে জানানো হয়েছে, সাংবিধানিক বাধ্যবাধকতায় অবশ্যই তদন্ত দলকে সার্বিক সহযোগিতা দিবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ওই আলোচনার বিষয়বস্তু নিয়ে ট্রাম্পের মন্তব্য অথবা জবাব কি লিখিত হবে নাকি মৌখিক হবে- এ ব্যাপারে এখনো আলোচনা চলছে। সিএনএন জানিয়েছে, মুলার ইতিমধ্যে সাবেক এফবিআই প্রধান জেমস কমি ও এটর্নি জেনারেল জেফ সেসনকে জিজ্ঞাসাবাদ করেছেন। সিএনএন।

সর্বশেষ খবর