বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

আফগানিস্তানে সেভ দ্য চিলড্রেন কার্যালয়ে জঙ্গি হামলা, নিহত ৩

আইএসের দায় স্বীকার

আফগানিস্তানে সেভ দ্য চিলড্রেন কার্যালয়ে জঙ্গি হামলা, নিহত ৩

জঙ্গি হামলার সময় সন্তানকে নিয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে মা —বিবিসি

চার দিনের মধ্যে ফের সন্ত্রাসী হামলায় কেঁপে উঠল আফগানিস্তান। এবার দেশটির জালালাবাদ শহরে আন্তর্জাতিক দাতা সংস্থা সেভ দ্য চিলড্রেন কার্যালয়ে সশস্ত্র হামলা চালিয়েছে বন্দুকধারীরা। তাতে তিনজন নিহত এবং ২৫ জন আহত হয়েছে। জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) হামলার দায় স্বীকার করেছে। নিহতদের মধ্যে নিরাপত্তা বাহিনীর এক সদস্য রয়েছেন। আরেকটি মৃতদেহ কম্পাউন্ডের ভিতর থেকে উদ্ধার করা হয়েছে, কিন্তু গতকাল পর্যন্ত নিহতের কোনো পরিচয় নিশ্চিত করা যায়নি। ইসলামিক স্টেট তাদের কথিত বার্তা সংস্থা আমাক এ হামলার দায় স্বীকার করলেও দাবির পক্ষে তাত্ক্ষণিক কোনো প্রমাণ দেয়নি। তবে আমাক জানিয়েছে, একটি গাড়িবোমা হামলাসহ অন্য আরও তিনটি হামলা চালানো হয়েছে। এগুলোর লক্ষ্য ছিল জালালাবাদের ব্রিটিশ, সুইডিশ এবং আফগান সরকারি প্রতিষ্ঠানগুলো। এ ব্যাপারে বার্তা সংস্থাটি বিস্তারিত আর কিছু জানায়নি।

জালালাবাদে ‘সেভ দ্য চিলড্রেন’ কম্পাউন্ডের বাইরে গতকাল  প্রথমে আত্মঘাতী গাড়িবোমা হামলা হয়। পরে বন্দুকধারীরা ভবনটিতে প্রবেশ করে। প্রত্যক্ষদর্শী রয়টার্সকে বলেন, তারা পুলিশের পোশাক পরা চার হামলাকারীকে দেখেছেন। যদিও কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেনি। বিবিসি।

সর্বশেষ খবর