বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা
পশুখাদ্য কেলেঙ্কারি

তৃতীয় মামলায় লালুর পাঁচ বছর কারাদণ্ড

কলকাতা প্রতিনিধি

তৃতীয় মামলায় লালুর পাঁচ বছর কারাদণ্ড

পশুখাদ্য কেলেঙ্কারি তৃতীয় মামলায় দোষী সাব্যস্ত হলেন ভারতের বিহার রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী ও রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) প্রধান লালু প্রসাদ যাদব (৬৯)। এ মামলায় গতকাল তাকে পাঁচ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছে রাঁচির সিবিআই’এর বিশেষ আদালত। লালুর বিরুদ্ধে অভিযোগ ১৯৯২ থেকে ১৯৯৩ সালের মধ্যে চাঁইবাসা ট্রেজারি থেকে তিনি ৩৩ কোটি রুপি তছরুপ করেছিলেন। লালুর সঙ্গেই বিহারের সাবেক মুখ্যমন্ত্রী জগন্নাথ মিশ্রকেও পাঁচ বছরের সাজা দিয়েছে আদালত। সে সঙ্গে দুই শীর্ষ নেতাকেই পাঁচ লাখ রুপি করে ব্যক্তিগত জরিমানা ধার্য করেছে আদালত।  এর আগে পশুখাদ্য কেলেঙ্কারির দুটি মামলায় দোষী সাব্যস্ত করা হয়েছে লালুকে।

সর্বশেষ খবর