শিরোনাম
শনিবার, ২৭ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা
জেরুজালেম সংকট

ফিলিস্তিনিদের সহায়তা বন্ধের হুমকি ট্রাম্পের

ফিলিস্তিনিদের সহায়তা বন্ধের হুমকি ট্রাম্পের

এবার কথিত শান্তি প্রক্রিয়ায় অংশ না নিলে ফিলিস্তিনিদের অর্থনৈতিক ও নিরাপত্তা সহায়তা বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে দেওয়া বক্তব্যে নতুন করে ফিলিস্তিনিদের সহায়তা বন্ধের এই হুমকি দিলেন তিনি। এর মধ্য দিয়ে ইসরায়েলের প্রতি পক্ষপাতিত্বের বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে। বিশ্ব দাবিকে উপেক্ষা করে ৬ ডিসেম্বর জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে মার্কিন স্বীকৃতির ঘোষণা দেন ট্রাম্প। একই সঙ্গে ইসরায়েলের মার্কিন দূতাবাস তেলআবিব থেকে সরিয়ে জেরুজালেমে স্থানান্তরের সিদ্ধান্তের কথাও জানান তিনি। ট্রাম্পের এ ঘোষণাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে শান্তি আলোচনায় অংশ নিতে অস্বীকৃতি জানায় ফিলিস্তিন। এর প্রতিক্রিয়ায় জানুয়ারিতে জাতিসংঘের ত্রাণ সংস্থায় ফিলিস্তিনি শরণার্থী সহায়তা তহবিলে মার্কিন বরাদ্দ অর্ধেকেরও বেশি কমিয়ে ফেলা হয়। পরে ফিলিস্তিনিদের জন্য ৪৫ মিলিয়ন ডলারের প্রতিশ্রুত জরুরি খাদ্য সহায়তা দিতেও অস্বীকৃতি জানায় ট্রাম্প প্রশাসন। বৃহস্পতিবার দাভোস সম্মেলনে মার্কিন সহায়তার বিনিময়ে ফিলিস্তিনিদের আলোচনায় বসার আহ্বান জানান ট্রাম্প। দাবি করেন, যুক্তরাষ্ট্র ফিলিস্তিনিদেরকে বছরে ‘সহায়তা বাবদ শত শত লাখ ডলার দেয়।’ ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পাশে বসে থেকে ট্রাম্প বলেন, ‘ওই টাকা আলোচনার টেবিলে রাখা আছে। তারা শান্তি আলোচনায় না বসা পর্যন্ত ওই টাকা তাদের হাতে যাবে না।

‘টাকা দিয়ে ফিলিস্তিনিদের মর্যাদা কেনা যাবে না’ : ফিলিস্তিনি নেতা মাহমুদ আব্বাস হুঁশিয়ার করেছেন, মার্কিন সহায়তা বন্ধের হুমকিকে পরোয়া করে না তার দেশ। আব্বাস তার মুখপাত্রের মাধ্যমে বলেছেন, টাকা দিয়ে ফিলিস্তিনিদের মর্যাদা কেনা যাবে না। সহায়তা বন্ধের হুমকি দেওয়ায় ট্রাম্পের সমালোচনা করেছেন অন্য ফিলিস্তিনিরা। তারা বলেছেন, ‘ফিলিস্তিনি জনগণের ওপর এ হুমকি নীতি প্রয়োগ করে কাজ হবে না। জেরুজালেম ইস্যুটি একটি পবিত্র ইস্যু। এটি এই অঞ্চলের যুদ্ধ ও শান্তির মূল ইস্যু। গোটা বিশ্বের টাকা দিয়েও এটি বেচাকেনা করা যাবে না।’ এএফপি, আলজাজিরা।

সর্বশেষ খবর