শিরোনাম
শনিবার, ২৭ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

টিপিপিতে ফেরার ইঙ্গিত ট্রাম্পের

সুইজারল্যান্ডের ডাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে ট্রান্স-প্যাসিফিক পার্টনারশিপ বা ‘টিপিপি’ বাণিজ্য চুক্তিতে ফেরার ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার কিছুদিনের মধ্যেই টিপিপি বাতিলের নির্বাহী আদেশ দিয়েছিলেন ট্রাম্প। চুক্তিটিকে যুক্তরাষ্ট্রের জন্য ‘বিপর্যয়’ বলে বর্ণনা করে এর কারণে দেশের উৎপাদন খাত ক্ষতিগ্রস্ত হয়েছে বলে সমালোচনা করেছিলেন তিনি।

তিনি বলেন, ‘আমাদের যে চুক্তি ছিল তার চেয়ে যদি আমরা উল্লেখযোগ্যভাবে ভালো চুক্তি করতে সক্ষম হই, তাহলে আমি টিপিপি করতে পারি।’ এর মধ্য দিয়ে ট্রাম্প এই প্রথমবারের মতো আঞ্চলিক মুক্ত বাণিজ্য চুক্তিটিতে ফেরার সম্ভাবনা জানান দিলেন।

সর্বশেষ খবর