বুধবার, ৩১ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা
মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ

১১৪ রুশ রাজনীতিবিদ ও ব্যবসায়ীর তালিকা প্রকাশ ট্রাম্প প্রশাসনের

১১৪ রুশ রাজনীতিবিদ ও ব্যবসায়ীর তালিকা প্রকাশ ট্রাম্প প্রশাসনের

যুক্তরাষ্ট্রের গত প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়া হস্তক্ষেপ করেছে বলে অভিযোগ আছে। মস্কোর এমন তৎপরতার জবাবে সর্বশেষ শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে ট্রাম্প প্রশাসন দেশটির ১১৪ রাজনীতিবিদ ও ৯৬ জন প্রভাবশালী ব্যবসায়ীর একটি তালিকা প্রকাশ করেছে। যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের তৈরি এ তালিকা অবশ্য রাশিয়ার বিরুদ্ধে নতুন কোনো নিষেধাজ্ঞা নয়। মস্কো এ তালিকার নিন্দা জানিয়ে একে দুই দেশের সম্পর্ক ভাঙনের প্রায় সমতুল্য হিসেবে আখ্যায়িত করেছে। আগামী ১৮ মার্চ রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রেসিডেন্ট পুতিনের দফতর ক্রেমলিন দাবি করেছে যে, যুক্তরাষ্ট্র নাকি তাদের নির্বাচনে হস্তক্ষেপ করার চেষ্টা করছে। মস্কোর এমন দাবির মধ্যেই মার্কিন ট্রেজারি বিভাগ ওই তালিকাটি প্রকাশ করেছে।  রুশ রাজনীতিবিদ ও ব্যবসায়ীদের নিয়ে মার্কিন ট্রেজারি বিভাগের তৈরি তালিকাটি অনানুষ্ঠানিকভাবে ‘পুতিন লিস্ট’ বা ‘ক্রেমলিন লিস্ট’ আখ্যায়িত পেয়েছে। এতে রুশ সরকারের সব কর্মকর্তাকেই অন্তর্ভুক্ত করা হয়েছে। এদের মধ্যে আছেন প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ, ফার্স্ট ডেপুটি প্রধানমন্ত্রী ইগর শুভালভ, ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ, পুতিন প্রশাসনের প্রধান অ্যান্টন ভাইনো, পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ, প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু ও তার ডেপুটিরা, ফেডারেল সিকিউরিটি সার্ভিসের প্রধান আলেকজান্ডার বোর্টনিকভ এবং ন্যাশনাল গার্ড সার্ভিসের প্রধান ভিক্টর জোলোটভ। আর তালিকায় যে রুশ ৯৬ ব্যবসায়ীর নাম অন্তর্ভুক্ত আছে তাদের মধ্যে আছেন শীর্ষস্থানীয় ব্যবসায়ী আলিশার উসমানোভ ও উজবেক বংশোদ্ভূত রোমান আব্রামোভিচ যিনি বিশ্বের ১০০ শীর্ষ ধনীর তালিকায় রয়েছেন। ফোর্বসের মতে, ব্যবসায়ী রোমানের সর্বসাকল্যে ১৫ বিলিয়ন ডলারের বেশি সম্পদ রয়েছে। প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে সম্পর্ক কাজে লাগিয়ে যেসব রাজনীতিবিদ ও ব্যবসায়ী সম্পদ বা ক্ষমতা অর্জন করেছেন তাদেরকেই মূলত এ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। মার্কিন ট্রেজারি বিভাগের মতে, তালিকায় থাকা রাশিয়ার প্রতিটি রাজনীতিবিদ ও ব্যবসায়ীর এক বিলিয়ন ডলার বা তার বেশি পরিমাণ সম্পদ আছে।  উল্লেখ্য, গত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপের শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে ২০১৭ সালের আগস্টে একটি অবরোধ প্রস্তাব পাস করেছিল মার্কিন পার্লামেন্ট। রাশিয়া টুডে, বিজনেস ইনসাইডার।

 

সর্বশেষ খবর