বুধবার, ৩১ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

‘যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় হুমকি চীন’

রাশিয়া নয়, চীনের দিক থেকেই যুক্তরাষ্ট্র অধিকতর বড় হুমকির মুখোমুখি হচ্ছে বলে মন্তব্য করেছেন মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ’র প্রধান মাইক পম্পিও। মস্কো ও বেইজিংয়ের তুলনামূলক অর্থনৈতিক আকার ও গুপ্তচরগিরির মাত্রার প্রসঙ্গ তুলে একথা বলেছেন তিনি। ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে এক সাক্ষাৎকারে একথা বলেছেন সিআইএ প্রধান।

এফবিআই  উপ-পরিচালকের পদত্যাগ : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তীব্র সমালোচনার মুখে পদত্যাগ করেছেন এফবিআইর (জাতীয় তদন্ত সংস্থা) উপ-পরিচালক অ্যান্ড্রু ম্যাকেব। তার বিরুদ্ধে বরাবরই রাজনৈতিক পক্ষপাতের অভিযোগ করে এসেছেন ট্রাম্প। ম্যাকেব সরে দাঁড়ান এমনটিই ট্রাম্প চাইছিলেন বলেও খবর প্রকাশ পেয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার পরিচালক মাইক পম্পিও সোমবার প্রকাশিত এক সাক্ষাৎকারে বলেছেন, রাশিয়ার নির্বাচনী হস্তক্ষেপ থেমে যায়নি। বরং দেশটি ২০১৮ সালে অনুষ্ঠেয় যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে হস্তক্ষেপ করতে পারে। বিবিসি, এএফপি।

সর্বশেষ খবর