বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা
বিবিসির জরিপ

৭০ শতাংশ এলাকাই তালেবান হুমকিতে

যে তালেবানকে সায়েস্তা করতে দেড় যুগ ধরে আফগানিস্তানে যুদ্ধ চালাচ্ছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বধীন জোট। এই সময়ে বিলিয়ন বিলিয়ন ডলারও খরচ করেছে জোটটি। কিন্তু বিবিসি এক সমীক্ষা চালিয়ে বলছে দেশটির ৭০ শতাংশ জায়গায়ই তালেবান প্রকাশ্যে তৎপর। সংবাদমাধ্যমটি গত কয়েক মাস ধরে আফগানিস্তানে সমীক্ষা চালায়। এতে দেখা যাচ্ছে ২০১৪ সালে বিদেশি সেনারা চলে যাওয়ার সময় আফগানিস্তানের যতখানি জায়গা তালেবানের নিয়ন্ত্রণে ছিল, এখন তার  চেয়ে অনেক বেশি জায়গা তারা নিয়ন্ত্রণ করে। তবে আফগান সরকার বিবিসির এই রিপোর্টকে পাত্তা না দিয়ে বলেছে, বেশিরভাগ অঞ্চল সরকারের নিয়ন্ত্রণে রয়েছে। আফগানিস্তানে সম্প্রতি তালেবান এবং ইসলামিক স্টেট জঙ্গিগোষ্ঠীর হামলা বেড়ে গেছে। রাজধানী কাবুল এবং অন্যান্য শহরে সম্প্রতি বেশ কিছু হামলায় কয়েকশ মানুষ নিহত হয়েছে।

সর্বশেষ খবর