সোমবার, ১২ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

ঠুনকো অজুহাতে জীবন ধ্বংস হচ্ছে : ট্রাম্প

পারিবারিক নির্যাতনের অভিযোগ ওঠায় হোয়াইট হাউসের দুই কর্মকর্তার পদত্যাগের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ঠুনকো অভিযোগেই জীবন ধ্বংস হচ্ছে। এক টুইট বার্তায় এমন মন্তব্য করেন তিনি। বিবিসির খবরে বলা হয়েছে, দুই সহকারীর পদত্যাগের প্রতিক্রিয়ায় এই টুইট করেছেন ট্রাম্প। ট্রাম্পের উপদেষ্টা ও বক্তৃতা লেখক ডেভিড সোরেনসন সাবেক স্ত্রীকে নির্যাতন করতেন এমন অভিযোগ ওঠার পর হোয়াইট হাউসের দায়িত্ব ছাড়ার ঘোষণা দেন তিনি। সোরেনসনের সাবেক স্ত্রীর অভিযোগ, সহিংস ও অপমানজনক ব্যবহার করতেন সোরেনসন। এর আগে গত সপ্তাহে দায়িত্ব ছাড়ার ঘোষণা দেন হোয়াইট হাউসের সেক্রেটারি অব স্টাফ রব পোর্টার। তার বিরুদ্ধেও সাবেক দুই স্ত্রীকে নির্যাতনের অভিযোগ ওঠে। বিবিসি।এসব ঘটনার জের ধরে টুইটারে নিজের প্রতিক্রিয়া জানান ট্রাম্প। টুইটে দুই পদত্যাগকারীর নাম উল্লেখ না করেই ট্রাম্প লিখেছেন, একটি ঠুনকো অভিযোগেই মানুষের জীবন তছনছ ও ধ্বংস হয়ে  যেতে পারে। কিছু (অভিযোগ) সত্য ও কিছু মিথ্যা। কিছু পুরনো ও কিছু নতুন। কারও বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ওঠার পর আর ফিরে আসার সুযোগ নেই, ক্যারিয়ার ও জীবন শেষ হয়ে যায়।

সর্বশেষ খবর