রবিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

মালদ্বীপ প্রশ্নে ভারত-চীন দ্বন্দ্ব বাড়াতে নারাজ নাশিদ

মালদ্বীপ প্রশ্নে ভারত-চীন দ্বন্দ্ব বাড়াতে নারাজ নাশিদ

ভারত মহাসাগরের দ্বীপরাষ্ট্র মালদ্বীপে চলতি মাসের শুরুতে প্রেসিডেন্ট ইয়ামিন আবদুল্লা গাইয়ুমের প্রতি দেশটির সুপ্রিম কোর্টের এক রুলিং ঘিরে রাজনৈতিক সংকট চলছে। দেশটিতে বিরাজমান অবস্থা কেন্দ্র করে সেখানে ‘ভূরাজনৈতিক প্রভাব’ খাটানোর প্রশ্নে প্রতিবেশি ভারত এবং চীনের মধ্যেও শীতল লড়াই শুরু হয়ে গেছে। তবে মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ বলেছেন, তার দেশে বিদ্যমান রাজনৈতিক অবস্থা ঘিরে প্রতিবেশি ওই দেশ দুটির মধ্যে কোনো ধরনের ‘দ্বন্দ্ব’ চান না তিনি। গতকাল ভারতের কর্নাটকের রাজধানী বেঙ্গালুরুতে এক অনুষ্ঠানে একথা বলেছেন বর্তমানে শ্রীলঙ্কায় নির্বাসনে থাকা সাবেক এই নেতা। ‘দ্য হিন্দু’ প্রকাশনা প্রতিষ্ঠানের আয়োজনে ‘দ্য হাডল’ নামে অনুষ্ঠানে নাশিদ বলেন, ‘আমরা আদৌ চাই না ওই ইস্যুতে ভারত ও চীন একে অপরের বিরুদ্ধে দাঁড়াক।’ ভারত মহাসাগরের তীরবর্তী দেশগুলোতে প্রভাব খাটানো নিয়ে সেখানে ক্রমেই যে শীতল যুদ্ধের মনোভাব তৈরি হচ্ছে (ভারত ও চীনের বৈরিতার প্রতি ইঙ্গিত করে) এ ব্যাপারে প্রতিবেশী ওই দেশ দুটিকে সতর্ক হওয়ার আহ্বানও জানিয়েছেন তিনাি। মালদ্বীপে রাজনৈতিক সংকটের সমাধানে ভারতের সহযোগিতা চেয়ে দেশটির প্রতি আহ্বান জানিয়েছিলেন দেশটির সাবেক এই প্রেসিডেন্ট। নাশিদের এমন আহ্বানের অবশ্য আনুষ্ঠনিক কোনো প্রতিক্রিয়া জানায়নি নয়াদিল্লি। তবে মালদ্বীপের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নয়াদিল্লি ‘উদ্বিগ্ন’ বলে স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে। এদিকে, চীন সম্প্রতি ভারতের প্রতি হুঁশিয়ারি দিয়েছে যে, মালদ্বীপে সেনা পাঠানোর যেকোনো চেষ্টা রুখে দেবে দেশটি। এদিকে মালদ্বীপের প্রেসিডেন্ট ইয়ামিনের পদত্যাগ এবং রাজনৈতিক বন্দীদের মুক্তির দাবিতে শুক্রবার দেশজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছিলেন বিরোধীদলীয় সমর্থকরা। কিন্তু পুলিশের বাধার মুখে বিরোধীদের বিক্ষোভ কর্মসূচি সফল হতে পারেনি। বিক্ষোভ কর্মসূচি শুরুর প্রাক্কালেই পুলিশ লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় বেশ কয়েকজন আহত হন এবং অনেককে গ্রেফতারও করা হয়েছে। বার্তা সংস্থা এপি গতকাল এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে। টাইমস অব ইন্ডিয়া, পিটিআই।

সর্বশেষ খবর