রবিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা
স্কুলে হামলা ঠেকানোয় ব্যর্থতা

চাপের মুখে এফবিআই

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় এক স্কুলে বন্দুক হামলার ঘটনায় ব্যর্থতার অভিযোগ উঠেছে দেশটির জাতীয় তদন্ত সংস্থা এফবিআইএ-র ওপর। এরই মধ্যে সংস্থাটি স্বীকার করেছে যে, হামলাকারী নিকোলাস ক্রুজ সম্পর্কে তারা আগেই সতর্কতা পেয়েছিল। গত মাসে ১৯ বছর বয়সী হামলাকারীর ঘনিষ্ঠ এক ব্যক্তি এফবিআইকে সম্ভাব্য হামলা সম্পর্কে জানিয়েছিলেন। কিন্তু বিষয়টি সঠিকভাবে তদন্ত করতে ব্যর্থ হয়েছে সংস্থাটি। এমন পরিস্থিতিতে চাপের মুখে পড়েছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী এ তদন্ত সংস্থা। এরই মধ্যে ফ্লোরিডার গভর্নর রিক স্কট দাবি করেছেন, এফবিআই পরিচালককে অবশ্যই পদত্যাগ করতে হবে। অন্যদিকে ব্যর্থতার ঘটনা পর্যালোচনার নির্দেশ দিয়েছেন অ্যাটর্নি জেনারেল জেফ সেশনস। বিবিসি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর