রবিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

পাকিস্তানে ধর্ষকের ‘চার’ মৃত্যুদণ্ড

শিশু জয়নাব ধর্ষণ-হত্যা

পাকিস্তানি শিশু জয়নাব আমিনের (ছয় বছর) ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি ইমরান আলীকে (২৪) মৃত্যুদণ্ড দিয়েছে লাহোরের সন্ত্রাসবাদবিরোধী একটি আদালত (এটিসি)। এটিসির বিচারক সাজ্জাদ আহমদ গতকাল এ রায় দেন। লাহোরের কট লাখপাটে অবস্থিত কেন্দ্রীয় জেলে গতকাল এ রায় ঘোষণা করা হয়। রায়ের বিরুদ্ধে আপিলের জন্য পনের দিন সময় পাবেন ইমরান আলী। ইমরানকে যে চারটি অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয় সেগুলো হলো— একটি শিশুকে (জয়নাব) ধর্ষণ, হত্যা ও অপহরণ এবং সন্ত্রাসবিরোধী আইনের ৭ নম্বর ধারায় শাস্তিযোগ্য সন্ত্রাসী কর্মকাণ্ড সম্পাদন। এ ছাড়া ইমরানের বিরুদ্ধে একটি শিশুর সঙ্গে অস্বাভাবিক কর্ম সম্পাদনের অভিযোগও আনা হয়েছিল। তা প্রমাণিত হওয়ায় তাকে জরিমানাসহ যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া আরেক অভিযোগে তাকে জরিমানাসহ সাত বছরের জেল দেওয়া হয়। লাহোরের কসুর এলাকার বাসিন্দা জয়নাব গত মাসের ৪ তারিখে নিখোঁজ হন। পরে ৯ জানুয়ারি নিজ বাড়ির পাশের একটি ময়লার স্তূপ থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। একমাত্র সন্দেহভাজন ইমরান আলীকে ঘটনার ১৫ দিন পর গ্রেফতার করে পুলিশ। ইমরান শিশু জয়নাবের প্রতিবেশী। এদিকে, সাজাপ্রাপ্ত ইমরানের প্রকাশ্যে ফাঁসি কার্যকরের দাবি জানিয়েছেন শিশু জয়নাবের মা নুসরাত বিবি। এক্সপ্রেস ট্রিবিউন, এএফপি।

সর্বশেষ খবর