রবিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা
নয়াদিল্লিতে মোদি-রুহানি বৈঠক

৯ খাতে ভারত ইরান সমঝোতা

৯ খাতে ভারত ইরান সমঝোতা

ইরানের চবাহার সমুদ্রবন্দরে বিনিয়োগ করতে যাচ্ছে ভারত। এই বিনিয়োগ ছাড়াও বিভিন্ন বিষয়ে দেশ দুটির মধ্যে নয়টি খাতে সমঝোতা স্মারক সই হয়েছে। গতকাল নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে এ সমঝোতা স্মারক সই হয়। এতে নিজ নিজ দেশের পক্ষে সই করেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

তিন দিনের রাষ্ট্রীয় সফরে গত বৃহস্পতিবার ভারতে যান ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি।  দুপুরে  নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে বৈঠক করেন মোদি ও রুহানি। পরে দুই দেশের প্রতিনিধি দলের মধ্যেও বৈঠক হয়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, চবাহার বন্দরে নির্মাণে বিনিয়োগ ছাড়াও কৃষি, স্থাপনা, স্বাস্থ্য, ওষুধ, ভিসা, দ্বৈত কর ব্যবস্থা, ডাক প্রভৃতি বিষয়ে সমঝোতা স্মারক ও চুক্তি হয়েছে দুই দেশের মধ্যে। ভারতের পররাম মন্ত্রণালয়ের মুখপাত্র রবীশ কুমার বলেন, দুই নেতার বৈঠকে বাণিজ্য-বিনিয়োগ, জ্বালানি, যোগাযোগ, প্রতিরক্ষা, নিরাপত্তা ও আঞ্চলিক বিভিন্ন ইস্যুতে ফলপ্রসূ আলোচনা হয়েছে। বৈঠক শেষে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, তাঁরা চবাহার বন্দর উন্নয়নে গুরুত্বপূর্ণ চুক্তিতে পৌঁছেছেন। আফগানিস্তানের নিরাপত্তা বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান নরেন্দ্র মোদি। এনডিটিভি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর