রবিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

রাশিয়ার সঙ্গে আঁতাত হয়নি অবস্থানে অনড় ট্রাম্প

নির্বাচনে হস্তক্ষেপের দাবি স্রেফ বকবকানি : ল্যাভরভ

রাশিয়ার সঙ্গে আঁতাত হয়নি অবস্থানে অনড় ট্রাম্প

যুক্তরাষ্ট্রের গত প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের নির্বাচনী শিবির ও রাশিয়ার মধ্যকার কথিত আঁতাত তদন্তে এবার রাশিয়ার তের নাগরিক এবং তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়েছে। স্থানীয় সময় শুক্রবার ফেডারেল গ্র্যান্ড জুরি ওই তের রাশিয়ানের বিরুদ্ধে অভিযোগ দেন। রাশিয়ার তের নাগরিকের অভিযোগ সত্ত্বেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফের দাবি করেছেন, ওই নির্বাচন ঘিরে তার শিবির ও রাশিয়ার মধ্যে কোনো ধরনের আঁতাত হয়নি।  এক টুইটে এসব কথা বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ট্রাম্প শিবির ও রাশিয়ার মধ্যকার কথিত আঁতাত তদন্ত করছেন যুক্তরাষ্ট্রের জাতীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের সাবেক প্রধান রবার্ট মুলার। তদন্তে ইতিমধ্যে ট্রাম্পের নির্বাচনী শিবিরের সাবেক চেয়ারম্যান পল মানাফোর্টসহ চারজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দেওয়া হয়েছে। এদিকে, মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপের দাবির কথা ফের নাকচ করে দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। যতক্ষণ না ওয়াশিংটনের তরফে এ দাবির পক্ষে তথ্য-প্রমাণ উপস্থাপন করা না হয় ততক্ষণ তা ‘কেবল বকবকানি’ হিসেবেই রয়ে যাবে বলে মন্তব্য করেছেন তিনি। বিবিসি, রাশিয়া টুডে।

সর্বশেষ খবর