রবিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

মেক্সিকোয় কপ্টার বিধ্বস্ত, নিহত ১৩ বাঁচলেন মন্ত্রী

মেক্সিকোতে সরকারি কর্মকর্তাদের বহনকারী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে কমপক্ষে ১৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৩টি শিশু ও ৫ জন নারী রয়েছেন। এছাড়া গুরুতর আহত হয়েছেন অনেকেই। তবে কপ্টারে থাকা দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অলফনসো নাভারেত ও দক্ষিণ-পশ্চিমঞ্চলীয় রাজ্য ওয়াক্সাকার গভর্নর প্রাণে বেঁচে গেছেন। গতকাল পিনোটেপা দে ডন লুইসে ঘটনাটি ঘটেছে। শুক্রবার দেশটিতে ৭.২ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়। এ ঘটনায় ক্ষয়ক্ষতির  পরিমাণ নির্ধারণ করতে গিয়ে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পর মন্ত্রী জানান, নিয়ন্ত্রণ হারানোর ফলে কপ্টারটি দুর্ঘটনার কবলে পড়ে।  মন্ত্রীর দাবি, কপ্টার দুর্ঘটনায় দুজন মারা গেছেন। কিন্তু স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কমপক্ষে ১৩ জন মারা গেছেন। এক সাংবাদিকও হেলিকপ্টারে ছিলেন। ওই সাংবাদিক জানান, হেলিকপ্টারটি হঠাৎই উল্টে যায়। এরপর সেটি দুটি গাড়ির ওপর গিয়ে ভেঙে পড়ে। বিবিসি।

সর্বশেষ খবর