শনিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

যৌন কেলেঙ্কারি

পদ ছাড়লেন অস্ট্রেলিয়ার উপপ্রধানমন্ত্রী

যৌন কেলেঙ্কারি

বহুদিন ধরেই অভিযোগটি ঘুরপাক খাচ্ছিল। অস্ট্রেলিয়ার উপপ্রধানমন্ত্রী বার্নবি জয়েসের সঙ্গে তার সাবেক গণমাধ্যম সেক্রেটারি ভিকি ক্যাম্পিওনের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক। এ সম্পর্ক নিয়ে কথা বলতে হয়েছে দেশটির প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলকেও। এ অভিযোগ নিয়ে শেষ পর্যন্ত পদত্যাগের ঘোষণা দিয়েছেন উপপ্রধানমন্ত্রী বার্নবি জয়েস। তার এই সাবেক সহকর্মী এখন সন্তানসম্ভবা। গতকাল তিনি মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন, জোট সরকারের অংশীদার ন্যাশনাল পার্টির শীর্ষ পদ থেকেও সোমবার অব্যাহতি নেবেন। দুই সপ্তাহেরও বেশি সময় ধরে নিজের সাবেক গণমাধ্যম সেক্রেটারির সঙ্গে জয়েসের সম্পর্ক নিয়ে সরগরম অস্ট্রেলিয়ার রাজনৈতিক অঙ্গন। বিরোধীরা বলে আসছিল, বিবাহ বহির্ভূত সম্পর্কের মাধ্যমে ন্যাশনাল পার্টির এ শীর্ষ নেতা মন্ত্রী থাকার যোগ্যতা হারিয়েছেন। গত সপ্তাহে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টার্নবুলও উপপ্রধানমন্ত্রীর কড়া সমালোচনা করেন। মন্ত্রীরা যেন তাদের কর্মচারীদের সঙ্গে যৌন সম্পর্কে না জড়ান সে বিষয়েও তাদের সতর্ক করেন। এমন কী অধঃস্থন কর্মীদের সঙ্গে যৌন সম্পর্ক না ঘটাতে আইন করারও ঘোষণা দেন। বিবিসি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর