শিরোনাম
শনিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

হাইতিতে অক্সফামের কার্যক্রম স্থগিত

হাইতিতে অক্সফামের কার্যক্রম স্থগিত

ব্রিটিশ দাতব্য সংস্থা অক্সফাম মধ্য আমেরিকার দেশ হাইতিতে তাদের কার্যক্রম স্থগিত করেছে। দেশটিতে কাজ করার সময় সংস্থাটির কিছু কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে যৌন অসদাচরণের অভিযোগ ওঠেছে। ২০১০ সালে দেশটিতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। সে সময় সেখানে ত্রাণকাজ পরিচালনার জন্য অক্সফাম কর্মকর্তা-কর্মীরা সংস্থাটির ভাড়া করা ভবনকে অনেকটা পতিতালয় বানিয়ে ফেলে। কিন্তু সংস্থাটি সেই অভিযোগ প্রথম অস্বীকার করে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। সম্প্রতি ব্রিটিশ দৈনিক ‘দ্য টাইমস’ এক অনুসন্ধানী প্রতিবেদনে অক্সফামের কর্মকর্তাদের ওই কেলেঙ্কারির খবর ফাঁস করে দেয়। এ খবর প্রকাশিত হওয়ার পর থেকেই বিশ্বজুড়ে সংস্থাটির বিরুদ্ধে সমালোচনা ওঠে। বিবিসি।

সর্বশেষ খবর