সোমবার, ২৬ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

যুক্তরাষ্ট্রকে মেরে ফেলছে চীন : ট্রাম্প

যুক্তরাষ্ট্রকে মেরে ফেলছে চীন : ট্রাম্প

বিশ্বের ক্ষমতাধর দেশগুলো নিজেদের সামরিক শক্তি প্রদর্শনের মাধ্যমে ক্রমশই উত্তপ্ত করে তুলছে আন্তর্জাতিক মহলকে। আর এরই জের ধরে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে আছে যুক্তরাষ্ট্র-চীন। তবে এমনটা মানতে নারাজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মতে, দুই দেশের সম্পর্ক যথেষ্ট ভালো। কিন্তু ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বেইজিং ‘আমাদের মেরে ফেলছে’ বলে উল্লেখ করেছেন তিনি। এ ব্যাপারে প্রেসিডেন্ট ট্রাম্প হোয়াইট হাউসে সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘আমাকে বলতেই হবে যে চীনের সঙ্গে আমাদের সম্পর্ক খুব ভালো। কিন্তু ব্যবসার ক্ষেত্রে ওরা আমাদের মেরে ফেলছে। আজ নয়, অনেক দিন ধরেই। বাণিজ্যক্ষেত্রে আমেরিকাকে একরকম হত্যাই করছে চীন। কিন্তু তাই বলে ওদের সঙ্গে আমার সম্পর্ক খারাপ হয়নি। বরং দিন দিন উন্নতি হচ্ছে। আরও ঘনীভূত হচ্ছে।’ এ সময় ট্রাম্প বলেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্কও খুব ভালো, ‘আমি তাকে পছন্দ করি। তিনিও আমাকে পছন্দ করেন বলেই মনে হয়। কিন্তু অনেক কিছুই ঘটে। সময় এখন আরও আকর্ষণীয় হতে চলেছে।’ সেই সঙ্গে তিনি এও জানান তার প্রশাসন বাণিজ্য ইস্যুতে চীনের সঙ্গে সমতায় আসার চেষ্টা করছে, ‘বাণিজ্যক্ষেত্রে এত বৈষম্য ঠিক নয়। ওরা দিন দিন আরও উন্নতি করছে। যে টাকা তারা আয় করেছে, এর সাহায্যে আমেরিকাকে পেছনে ফেলে দিচ্ছে। অনলাইন।

 

সর্বশেষ খবর