শিরোনাম
সোমবার, ৫ মার্চ, ২০১৮ ০০:০০ টা

পাঁচ মাস পর সরকার পাচ্ছে জার্মানি

চতুর্থবার চ্যান্সেলর হচ্ছেন মেরকেল

পাঁচ মাস পর সরকার পাচ্ছে জার্মানি

পাঁচ মাসের অস্থিরতা, অনিশ্চয়তা। অবশেষে সেই অনিশ্চয়তার জট খুলছে। গঠন হচ্ছে জার্মান সরকার। আর চতুর্থবারের মতো চ্যান্সেলর হচ্ছেন এ্যাঞ্জেলা মেরকেল। গত বছরের সেপ্টেম্বরে সাধারণ নির্বাচন হয় জার্মানিতে। কিন্তু কোনো দলেই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। সংখ্যাগরিষ্ঠতা না পেয়েও নির্বাচনে বেশি আসন পায় এ্যাঞ্জেলা মেরকেলের ক্ষমতাসীন রক্ষণশীল দল সিডিইউ-সিএসইউ (ক্রিশ্চিয়ান ডেমোক্রাটিক ইউনিয়ন/ক্রিশ্চিয়ান সোশ্যাল ইউনিয়ন)। অবশেষে মেরকেলের রক্ষণশীলদের সঙ্গে জোট মেনে নিল মধ্যবামপন্থি ও নির্বাচনে দ্বিতীয় সর্বোচ্চ আসন পাওয়া দল এসপিডি (সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টি)। সেপ্টেম্বরে নির্বাচনের পর থেকেই শুরু হয় জোট সরকার গঠনে আলোচনা। প্রথমে সবুজ দল ও ফ্রি ডেমোক্র্যাাটদের সঙ্গে আলোচনায় ব্যর্থ হন মেরকেল। এসপিডি শুরুর দিকে মহাজোট গঠনে কোনো আগ্রহ না দেখালেও পরবর্তীতে দলের বামপন্থিদের আপত্তি সত্ত্বেও রাজি হয় আলোচনায় বসতে। এ সব আলোচনার নানা ধাপ পেরিয়ে অবশেষে পাঁচ মাস পর সরকার গঠনের বিষয়টি চূড়ান্ত হলো। মেরকেলের সঙ্গে আদৌ জোট গঠন করা হবে কি না এ প্রশ্নটিই ছিল এসপিডির গতকালের চূড়ান্ত ধাপের নির্বাচনের মূল বিষয়। সামাজিক গণতন্ত্রী দলটির ৬৬ ভাগ সদস্য এই মহাজোটের পক্ষে ভোট দিয়েছেন। বাকি ৩৪ ভাগ করেছেন বিরোধিতা। এএফপি, ডয়েচে ভেলে।

সর্বশেষ খবর