শিরোনাম
সোমবার, ৫ মার্চ, ২০১৮ ০০:০০ টা

‘জিন্নাহ পাকিস্তান চাননি’

পাকিস্তানের জাতির জনক মোহাম্মদ আলী জিন্নাহ কখনোই ভারতীয় উপমহাদেশে বসবাসকারী মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্র (পাকিস্তান) প্রতিষ্ঠা করতে চাননি। জওহরলাল নেহেরু, মাওলানা আজাদ ও সর্দার পাটেলের মতো নেতাদের ভুলের কারণেই ভারত বিভাজন হয়েছে এবং আলাদা মুসলিম রাষ্ট্র পাকিস্তান ও পরে বাংলাদেশের জন্ম হয়েছে। আর এ দাবি করেছেন ভারতনিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের রাজনৈতিক দল ন্যাশনাল কনফারেন্সের নেতা রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ। এদিকে, কাশ্মীরের সাবেক এ মুখ্যমন্ত্রীকে ইতিহাস পুনরায় পড়ার আহ্বান জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং বলেছেন, মহাত্মা গান্ধী (ভারতের জাতির জনক) নিজে জিন্নাহকে বলেছিলেন যদি তিনি পাকিস্তান সৃষ্টির দাবি থেকে সরে আসেন তাহলে অবিভক্ত ভারতের প্রধানমন্ত্রী হিসেবে জিন্নাহকে যাতে মেনে নেয় সেজন্য কংগ্রেসকে প্রভাবিত করার চেষ্টা করবেন তিনি। এএনআই।

 

সর্বশেষ খবর