সোমবার, ৫ মার্চ, ২০১৮ ০০:০০ টা

ইতালির ক্ষমতায় কে আসছেন

অভিবাসন ইস্যু ও অর্থনীতিকে প্রাধান্য দিয়ে গতকাল ইতালির পার্লামেন্ট নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। প্রথমবারের মতো নতুন নির্বাচনী আইনের অধীনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।  বিবিসির প্রতিবেদনে বলা হয়, প্রচারণার দুই সপ্তাহ আগে থেকে মতামত জরিপ পরিচালনা বন্ধ করে দেওয়ায় কারা জয়ী হতে যাচ্ছেন সেই সম্পর্কে আভাস দেওয়াটা জটিল হয়ে পড়েছে। পূর্ববর্তী জরিপ অনুযায়ী, সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বারলুসকোনির জোট এগিয়ে থাকলেও তারা সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে পারবে না। আর একক দল হিসেবে অতিবামপন্থি ফাইভ স্টার মুভমেন্ট বা এমফাইভএস এগিয়ে থাকার সম্ভাবনা রয়েছে। আজ সোমবার আনুষ্ঠানিকভাবে ফলাফল পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। এবারের নির্বাচনী প্রচারণায় প্রাধান্য পেয়েছে অভিবাসী ও অর্থনীতির ইস্যু।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর