মঙ্গলবার, ১৩ মার্চ, ২০১৮ ০০:০০ টা

ট্রাম্প-কিম বৈঠক নিয়ে ধোঁয়াশা

আনুষ্ঠানিক সাড়া দেয়নি পিয়ংইয়ং

দক্ষিণ কোরিয়ার উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল গত ৫ মার্চ এক ঐতিহাসিক সফরে যান প্রতিবেশী উত্তর কোরিয়ায়। কোরিয়া উপদ্বীপে বিদ্যমান উত্তেজনা হ্রাস ও পরমাণু কর্মসূচি ইস্যুতে উত্তর কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের একটি বহু-প্রতীক্ষিত বৈঠকের পরিবেশ তৈরি করাই ছিল এ সফরের মূল লক্ষ্য।  সেখানেই তারা কিম উনের সঙ্গে বৈঠকও করে।

পিয়ংইয়ং সফর শেষ করে দেশে ফিরেই সিউলের প্রতিনিধি দলটি এক সংবাদ সম্মেলনে জানায়, পরমাণু কর্মসূচি ত্যাগ করে ওয়াশিংটনের সঙ্গে সরাসরি আলোচনায় বসার আগ্রহের কথা ব্যক্ত করেছে কিম উন সরকার। আগামী মে মাসে যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার শীর্ষ নেতৃত্ব বৈঠকে বসতে যাচ্ছে বলেও দেশটি জানিয়েছিল। সিউলের তরফে এমন বক্তব্যে উত্তর কোরীয় নেতা কিম উন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যকার বহু-প্রতীক্ষিত বৈঠক নিয়ে বিশ্বব্যাপী হৈচৈ পড়ে যায়। এমনকি প্রেসিডেন্ট ট্রাম্পও গত শুক্রবার উত্তর কোরীয় নেতার সঙ্গে সরাসরি বৈঠকে বসার আমন্ত্রণ গ্রহণ করেন। তা সত্ত্বেও আদৌ এই বৈঠক হবে কী না তা নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। ট্রাম্প বৈঠকে বসার আগ্রহ প্রকাশ করলেও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের পক্ষ থেকে এখনো কিছু জানানো হয়নি। গতকাল দক্ষিণ কোরিয়ার তরফে দেওয়া এক বিবৃতিতে এ সন্দেহ আরও ঘনীভূত হয়েছে। সিউলের একত্রীকরণ মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, ট্রাম্প-কিমের শীর্ষ বৈঠকের ব্যাপারে তারা পিয়ংইয়ং সরকারের দিক থেকে এখনো কোনো আনুষ্ঠানিক সাড়া পাননি। বিবিসি।

সর্বশেষ খবর