মঙ্গলবার, ১৩ মার্চ, ২০১৮ ০০:০০ টা

মানুষের বাসযোগ্য গ্রহের খোঁজ

মানুষের বাসযোগ্য গ্রহের খোঁজ

জাপানি বিজ্ঞানীরা সৌরজগতের বাইরে ১৫টি নতুন গ্রহ আবিষ্কার করেছেন। নতুন গ্রহের একটি হচ্ছে ‘সুপার আর্থ’ যাতে তরল পানি রয়েছে বলে ধারণা করছেন বিজ্ঞানীরা। এ গ্রহটি পৃথিবীর চেয়ে কিছুটা বড় এবং এটি মানুষের বসবাসযোগ্য হতে পারে বলেও তাদের মত। ‘দ্য অ্যাস্ট্রোনমিক্যাল জার্নাল’এ প্রকাশিত একটি নিবন্ধে একথা বলা হয়েছে। টোকিও ইনস্টিটিউট অব টেকনোলজির বিজ্ঞানী তেরুইউকি হিরানোর নেতৃত্বে একদল গবেষক গ্রহগুলো আবিষ্কার করেন। এগুলো যে তারকারাজিকে কেন্দ্র করে ঘুরছে সেগুলো ‘রেড ডুয়ার্ফ’ নামে পরিচিত। গবেষণা প্রবন্ধে বলা হয়, উজ্জ্বলতম রেড ডুয়ার্ফের একটি হচ্ছে ‘কে২-১৫৫’ যার তিনটি ‘সুপার আর্থ’ রয়েছে। তিনটি সুপার আর্থের দূরতমটি হচ্ছে ‘কে২-১৫৫ ডি’ যেটি তার হোস্ট গ্রহের ‘বাসযোগ্য অঞ্চলের’ মধ্যে অবস্থিত হতে পারে। সেই সঙ্গে এটির ভূপৃষ্ঠে তরল পানি থাকার সম্ভাবনা রয়েছে। এনডিটিভি।

সর্বশেষ খবর