মঙ্গলবার, ১৩ মার্চ, ২০১৮ ০০:০০ টা

বিমান ভূপাতিতের নির্দেশ ছিল পুতিনের

রাশিয়ার প্রেসিডেন্ট  ভ্লাদিমির পুতিন একটি যাত্রীবাহী তুর্কী বিমানকে গুলি করে ভূপাতিত করার নির্দেশ দিয়েছিলেন। ২০১৪ সালে রাশিয়ার সোচিতে শীতকালীন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের সময় তিনি এ নির্দেশ দেন। বিমানে একজন বোমাবাজ রয়েছেন, টেলিফোনে এমন তথ্য পেয়ে পুতিন ওই সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে তথ্যটি ভুল ছিল বলে পরে সিদ্ধান্ত থেকে সরে এসেছিলেন তিনি। ফলে বিমানটি আর ভূপাতিত হয়নি। 

সম্প্রতি ‘পুতিন’ নামে প্রকাশিত একটি ডকুমেন্টরিতে এ নির্দেশ দেওয়ার কথা স্বীকার করেন পুতিন। প্রসঙ্গত, ২০১৫ সালে পুতিনের ক্রিমিয়া দখলকে ঘিরে তুরস্ক-ইউক্রেন সম্পর্কের মারাত্মক অবনতি হয়। নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে আলোচনার সময় পুতিন তাদের জিজ্ঞেস করে এমন অবস্থায় কী করা ঠিক হবে। সে সময় রুশ প্রেসিডেন্ট বিমানটিকে গুলি করে ভূপাতিত করার জন্য জরুরি পরিকল্পনার কথা জানান।  

 

সর্বশেষ খবর