মঙ্গলবার, ১৩ মার্চ, ২০১৮ ০০:০০ টা

পূর্ব ঘুটায় দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল

সিরিয়ার পূর্ব ঘুটায় সরকারি বাহিনীর অব্যাহত বিমান হামলায় আরও ৪২ বেসামরিক মানুষ নিহত হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল এক হাজার ৯৯। গত মাসের ১৮ তারিখ থেকে বিদ্রোহী অধ্যুষিত এলাকায় অভিযান শুরু করে সরকারি বাহিনী। দেশটিতে ব্রিটেন ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, প্রায় এক মাস ধরে চলা দফায় দফায় বিমান হামলায় ১ হাজারের বেশি বেসামরিক লোক নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে ৪ হাজার ৩৭৮ জন। এদের মধ্যে ২২৭ জন শিশু এবং ১৪৫ জন নারী। ডুমা শহরের মানবাধিকার কর্মীরা রবিবার আল জাজিরাকে জানিয়েছেন, ঘুটা শহরে সিরিয়ান বিমান থেকে বোমা হামলা বন্ধ হচ্ছে না। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, পূর্ব ঘুটার মুদেইরা শহরের দখল নিয়েছে সিরীয় বাহিনী।

 

সর্বশেষ খবর