বুধবার, ১৪ মার্চ, ২০১৮ ০০:০০ টা

ভান্ডারি ফের নেপালের প্রেসিডেন্ট নির্বাচিত

ভান্ডারি ফের নেপালের প্রেসিডেন্ট নির্বাচিত

দ্বিতীয়বারের মতো আবারও নেপালের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বিদ্যা দেবী ভান্ডারি। গতকাল প্রধান বিরোধী দল নেপালি কংগ্রেসের প্রার্থী কুমারী লক্ষ্মী রায়কে হারিয়ে জয়লাভ করেন তিনি। নির্বাচনে বিদ্যা দেবীকে সমর্থন দিয়েছেন বামপন্থিরা। এছাড়া ফেডারেল সোশ্যালিস্ট ফোরাম, রাষ্ট্রীয় জনতা পার্টি ও অন্য কয়েকটি দলও তাকে সমর্থন দিয়েছে। প্রেসিডেন্ট নির্বাচনে নেপালের কেন্দ্রীয় পার্লামেন্টের ৩৩০ জন আইনপ্রণেতা ও প্রাদেশিক পরিষদের ৫৫০ জন আইনপ্রণেতা ভোট দিতে পারেন। টাইমস অব ইন্ডিয়া।

বর্তমানে হাউস অব রিপ্রেজেন্টেটিভে ২৭৫ জন ও জাতীয় পরিষদের ৫৯ জন ভোটার আছেন। তবে দুই কক্ষের আইনপ্রণেতাদের ভোটের গুরুত্ব এক নয়। কেন্দ্রীয় পার্লামেন্টের আইনপ্রণেতাদের ভোটের মান ৭৯ ও প্রাদেশিক পরিষদের সদস্যদের ভোটের মান ৪৮।

গতকালের নির্বাচনে ভান্ডারি ভোট পেয়েছেন ৩৯ হাজার ২৭৫। আর লক্ষ্মী রায় ভোট পেয়েছেন ১১ হাজার ৭৩০। দেশটির কেন্দ্রীয় ৩৩৪ সংসদ সদস্যের মধ্যে ৩২৬ জন ভোট দিয়েছেন। প্রাদেশিক পরিষদের ৫৪৯ জন সদস্যের মধ্যে অনুপস্থিত ১৩ জন। প্রসঙ্গত, ২০১৫ সালে নেপালের প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে বিদ্যা দেবী নির্বাচিত হন। টাইমস অব ইন্ডিয়া, দ্য হিমালয়ান।

সর্বশেষ খবর