সোমবার, ২৬ মার্চ, ২০১৮ ০০:০০ টা

শ্রীলঙ্কায় মুসলিমবিরোধী দাঙ্গায় জড়িত পুলিশ, রাজনীতিক!

শ্রীলঙ্কার ক্যান্ডিতে সম্প্রতি যে মুসলিম বিরোধী দাঙ্গা হয়, তার পেছনে স্থানীয় পুলিশ ও রাজনীতিকরা জড়িত। প্রত্যক্ষদর্শী, কর্মকর্তাদের বক্তব্য এবং ওই ঘটনার সিসিটিভি ফুটেজের ভিত্তিতে করা প্রতিবেদনে এ দাবি করেছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশের ভূমিকা ও স্থানীয় কিছু বৌদ্ধ রাজনীতিকের কর্মকাণ্ডে এটা স্পষ্ট যে, ওই সময় নিরাপত্তা রক্ষাকারীদের ওপর শ্রীলঙ্কার সরকার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল। সহিংসতায় উসকানি দিয়েছিলেন বেশ কয়েকজন বৌদ্ধ উগ্রপন্থি। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমেও জাতিগত বিদ্বেষ ছড়িয়ে দেয়। অভিযোগ আছে, এরা শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দ রাজাপাকসের অনুসারী। বৈচিত্র্য ও সহিষ্ণুতার জন্য পরিচিত শ্রীলঙ্কার পার্বত্য জেলা ক্যান্ডিতে তিন দিন ধরে চলা এ দাঙ্গায় উত্তেজিত বৌদ্ধ জনতা বেশ কয়েকটি মসজিদে আগুন লাগিয়ে দেয়, মুসলিমদের বাড়িতে ও ব্যবসা প্রতিষ্ঠানে তাণ্ডব চালায়। অস্থিরতা মোকাবিলায় জরুরি অবস্থা জারি করে সরকার।

সর্বশেষ খবর