সোমবার, ২৬ মার্চ, ২০১৮ ০০:০০ টা
ব্রিটেনে গুপ্তচরকে বিষপ্রয়োগ

রাশিয়ার ২০ কূটনীতিককে বহিষ্কার করছেন ট্রাম্প

রাশিয়ার ২০ কূটনীতিককে বহিষ্কার করছেন ট্রাম্প

ব্রিটেনে রুশ পক্ষত্যাগী গুপ্তচর সের্গেই স্ক্রিপালকে হত্যা প্রচেষ্টার জের ধরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার ২০ কূটনীতিককে আমেরিকা থেকে বহিষ্কার করতে পারেন। আমেরিকা ও ইউরোপীয় কর্মকর্তাদের বরাত দিয়ে মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট এ খবর জানিয়েছে। এতে বলা হয়েছে, লন্ডনের সঙ্গে সংহতি প্রকাশ করে যুক্তরাষ্ট্র থেকে ২০ রুশ কূটনীতিককে বহিষ্কারের জন্য ট্রাম্পকে পরামর্শ দিচ্ছেন তার সহকারীরা।

মার্কিন নিউজ চ্যানেল সিএনএন শুক্রবার প্রথম এ সংক্রান্ত খবর দিয়ে বলেছিল, মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের পক্ষ থেকে প্রথম ট্রাম্পকে এ ধরনের পরামর্শ দেওয়া হয়। এতে বলা হয়, ব্রিটেনের স্যালিসবারি শহরে রুশ গুপ্তচর স্ক্রিপাল ও তার মেয়ের ওপর নার্ভ গ্যাস হামলার জের ধরে আমেরিকা থেকে রুশ কূটনীতিকদের বহিষ্কার করতে হবে।

 গুপ্তচর হত্যা প্রচেষ্টার জের ধরে ব্রিটেন রুশ কূটনীতিক বহিষ্কারের যে সিদ্ধান্ত নিয়েছে তার প্রতি ওয়াশিংটনের পূর্ণ সংহতি রয়েছে।

 

সর্বশেষ খবর