সোমবার, ২৬ মার্চ, ২০১৮ ০০:০০ টা

ভারতের রাজ্যসভার ৯০ শতাংশ সংসদ সদস্য কোটিপতি

কলকাতা প্রতিনিধি

ভারতের সংসদের উচ্চকক্ষ রাজ্যসভার প্রায় ৯০ শতাংশ সংসদ সদস্যই কোটিপতি। একজন সংসদ সদস্যের গড় সম্পত্তির পরিমাণ ৫৫ কোটি রুপি। ন্যাশনাল ইলেকশন ওয়াচ অ্যান্ড অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস (এডিআর) নামে একটি সংস্থার জরিপে উঠে এসেছে এ তথ্য।

রাজ্যসভায় মোট সদস্য সংখ্যা ২৪৫। এর মধ্যে ২৩৩ জন নির্বাচিত বাকি ১২ জন মনোনীত। এই ২৩৩ জনের মধ্যে ২২৯ জন সংসদ সদস্যের জমাকৃত হলফনামার ওপর ভিত্তিতে জরিপ চালায় দিল্লিভিত্তিক সংস্থা এডিআর।

জরিপে দেখা গেছে, ‘রাজ্যসভার ২২৯ জন সংসদ সদস্যের মধ্যে ২০১ জনই কোটিপতি (৮৮ শতাংশ)। রাজ্যসভার সংসদ সদস্যদের গড় সম্পত্তির পরিমাণ ৫৫.৬২ কোটি রুপি।’

রাজ্যসভার সবচেয়ে বিত্তশালী সংসদ সদস্য হলেন জনতা দল ইউনাইটেডের মহেন্দ্র প্রসাদ। তার সম্পত্তির পরিমাণ ৪০৭৮.৪১ কোটি রুপি। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন সমাজবাদী পার্টির সংসদ সদস্য তথা অভিনেতা অমিতাভ বচ্চনের স্ত্রী ও বিশিষ্ট অভিনেত্রী জয়া বচ্চন (ভাদুড়ী)।

সর্বশেষ খবর