সোমবার, ২৬ মার্চ, ২০১৮ ০০:০০ টা
মিসরে নির্বাচন আজ

সিসির জয় অনেকটা নিশ্চিত

মিসরে প্রেসিডেন্ট নির্বাচন আজ। আগামীকাল ও পরশুসহ মোট তিন দিন মিসরীয়রা নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন। নির্বাচনের আগেই অনেকটা নিশ্চিত হয়েছে এই নির্বাচনের বর্তমান প্রেসিডেন্ট ও সাবেক সেনাপ্রধান আব্দেল ফাত্তাহ আল সিসিই বিজয়ী হবেন। কেননা, তার একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী মুসা মোস্তফা মুসা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা লাভ করবেন এমন সম্ভাবনা খুবই কম। ধারণা করা হয় মোস্তফা মুসা প্রেসিডেন্ট সিসির প্রতিনিধি হিসেবে নির্বাচনে দাঁড়িয়েছেন। আর এর কারণ নির্বাচন যেন একতরফা না হয়। এছাড়া দেশে রাজনীতিবিদ হিসেবে তার পরিচিতিও কম। এছাড়া আরও কয়েকজন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আবেদন করলেও সরকারের চাপের মুখে তা প্রত্যাহার করে নেয়। এসব প্রার্থীর অভিযোগ, তাদেরকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে সরকার। পদত্যাগ প্রত্যাহার করে নেওয়া প্রার্থীদের মধ্যে সাবেক এক প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানও রয়েছেন। তাই ধরে নেওয়া হয়েছে আগামী পাঁচ বছরের জন্য ফের প্রেসিডেন্ট হচ্ছেন জেনারেল সিসি। এদিকে, আজকের নির্বাচন বর্জন করার আহ্বান জানিয়েছেন মিসরের প্রধান বিরোধীদলীয় নেতারা। সাবেক প্রেসিডেন্ট পদপ্রার্থী হামদিন সাব্বাহি নির্বাচনের সময়ে ‘গৃহে অবস্থান’ কর্মসূচি ঘোষণা করেছেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর