বৃহস্পতিবার, ২৯ মার্চ, ২০১৮ ০০:০০ টা
শতাধিক রুশ কূটনীতিক বহিষ্কার

পাল্টা জবাব দেওয়ার ঘোষণা রাশিয়ার

যুক্তরাষ্ট্র তার দেশ থেকে ৬০ রুশ কূটনীতিককে বহিষ্কারের ঘোষণা দিয়েছে। আর তার সঙ্গে সুর মিলিয়ে ইউরোপের আরও ২৫টি দেশ সম্মিলিতভাবে নিজ নিজ দেশ থেকে ১২৫ জনের বেশি রুশ কূটনীতিককে বহিষ্কার করার ঘোষণা দিয়েছে। মূলত যুক্তরাজ্যের সলসবেরি শহরে পক্ষত্যাগী এক রুশ গুপ্তচর ও তার মেয়েকে বিষ প্রয়োগের ঘটনার জের ধরে সোমবার ও মঙ্গলবার এই সমন্বিত পদক্ষেপ নিয়েছে দেশগুলো।

ইতিহাসে একযোগে সবচেয়ে বেশিসংখ্যক কূটনীতিক বহিষ্কারের ঘটনা এটি। সম্মিলিত এই কূটনীতিক বহিষ্কারের পাল্টা জবাব দেওয়ার হুমকি দিয়েছে রাশিয়া। আলাদাভাবে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে রুশ কূটনীতিক বহিষ্কার করতে অন্যান্য রাষ্ট্রের ওপর চাপ সৃষ্টির অভিযোগ এনেছে রাশিয়া। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরব যুক্তরাষ্ট্র থেকে কূটনীতিক বহিষ্কারের ঘটনাকে একটি ‘বিশাল আকারের ব্ল্যাকমেইল’ বলে আখ্যায়িত করেছেন।

সর্বশেষ খবর