শুক্রবার, ৩০ মার্চ, ২০১৮ ০০:০০ টা

ভারতে বোর্ডের প্রশ্নপত্র ফাঁস, ফের পরীক্ষা নেওয়ার ঘোষণা

ভারতে মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত দশম ও দ্বাদশ শ্রেণির দুটি বিষয়ের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে। এর পরিপ্রেক্ষিতে পরীক্ষাগুলো নতুন করে নেওয়ার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। সোমবার পরীক্ষার আগেই দ্বাদশ শ্রেণির অর্থনীতি বিষয়ের প্রশ্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে বলে দাবি শিক্ষার্থী ও অভিভাবকদের।

বুধবার দশম শ্রেণির গণিত পরীক্ষার প্রশ্ন নিয়েও একই অভিযোগ ওঠার পর সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই) পরীক্ষা দুটি বাতিল ঘোষণা করে বলে জানায় আনন্দবাজার, এনডিটিভি। ঘোষণায় বলা হয়েছে, এক সপ্তাহের মধ্যে সিবিএসই-র ওয়েবসাইটে নতুন পরীক্ষার তারিখ জানিয়ে দেয়া হবে। শিক্ষার্থীরা বলছে, কেবল এ দুটি নয়, পরীক্ষার আগে আগে আরও অনেক বিষয়ের প্রশ্ন ফাঁস হয়েছে।

সর্বশেষ খবর