শনিবার, ৩১ মার্চ, ২০১৮ ০০:০০ টা

৬০ মার্কিন কূটনীতিককে বহিষ্কার করল রাশিয়াও

পিটার্সবার্গে কনস্যুলেট বন্ধ ঘোষণা

শুধু একটু সময়ের বিরতি। ইটের বদলে পাটকেল ছুড়েছে রাশিয়া! এবার যুক্তরাষ্ট্রের ৬০ জন কূটনীতিককে বহিষ্কার করেছে রাশিয়া। একই সঙ্গে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে মার্কিন কনস্যুলেট বন্ধ করে দেওয়ারও নির্দেশ দিয়েছে মস্কো। গত সোমবার আমেরিকা তাদের দেশে কর্মরত ৬০ রুশ কূটনীতিককে বহিষ্কার করে এবং দেশটির সিয়াটলের রুশ কনস্যুলেটও বন্ধের আদেশ দেন। এর পরিপেক্ষিতে রাশিয়াও গতকাল একই পদক্ষেপ নেয়। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এই বহিষ্কার ও কনস্যুলেট বন্ধ করে দেওয়ার কথা ঘোষণা করেন। মূলত এই বহিষ্কার বহিষ্কার ‘খেলা’ শুরু হয় ব্রিটেনের সলসবারিতে পক্ষত্যাগী সাবেক রুশ গোয়েন্দা কর্মকর্তা সের্গেই স্ক্রিপাল (৬৬) ও তার মেয়ে ইউলিয়া স্ক্রিপালের (৩৩) ওপর বিষাক্ত নার্ভ গ্যাস প্রয়োগের ঘটনাকে কেন্দ্র করে। আমেরিকা ও ইউরোপের দেশগুলোর অভিযোগ স্ক্রিপালকে রাশিয়া ওই বিষ প্রয়োগ করেছে। এই অভিযোগে ইতিমধ্যে ইউরোপের ২৫টি দেশ তাদের দেশ থেকে শতাধিক রুশ কূটনীতিককে বহিষ্কার করে। তবে ধারণা করা হচ্ছে খুব শিগগিরই ইউরোপের ওইসব দেশের বিরুদ্ধে একই ব্যবস্থা নেবে রাশিয়া।

সের্গেই লাভরভ মার্কিন কূটনীতিকদের বহিষ্কারের কথা ঘোষণা করে বলেন, রাশিয়ার কূটনীতিকদের বহিষ্কারের পাল্টা জবাব হিসেবে মস্কো এই সিদ্ধান্ত নিয়েছে। রাশিয়াও ৬০ জন মার্কিন কূটনীতিককে বহিষ্কার করেছে। সেন্ট পিটার্সবার্গে মার্কিন কনস্যুলেট বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। বিবিসি।

সর্বশেষ খবর