শনিবার, ৩১ মার্চ, ২০১৮ ০০:০০ টা

ফিলিস্তিনিদের ওপর নির্বিচারে ইসরায়েলি গুলি নিহত ১০

ফিলিস্তিনিদের ওপর নির্বিচারে ইসরায়েলি গুলি নিহত ১০

নিরস্ত্র ফিলিস্তিনিদের ওপর বৃষ্টির মতো গুলি ছোড়ে ইসরায়েল —এএফপি

অবরুদ্ধ গাজা উপত্যকায় ভূমি দিবস উপলক্ষে ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভে এলোপাতাড়ি গুলি চালিয়েছে ইসরায়েলি সেনারা। এতে কমপক্ষে ১০ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে এক হাজারের বেশি মানুষ। ১৯৭৬ সাল থেকে বছরের ৩০ মার্চ ফিলিস্তিনিরা ইসরায়েলের দখলদারিত্বের প্রতিবাদে ‘ভূমি দিবস’ পালন করছে। ওইদিন নিজেদের মাতৃভূমির দখল ঠেকাতে বিক্ষোভে নামলে ইসরায়েলি সেনাদের হাতে ৬ ফিলিস্তিনি নিহত হন। তাদের স্মরণে ওই বছর থেকেই ভূমি দিবস পালন করে আসছে ফিলিস্তিনিরা। এ বছর ওই দিনটি স্মরণে বিশাল বিক্ষোভের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ১৫ মে পর্যন্ত এই বিক্ষোভ চলবে। ফিলিস্তিনিদের সীমান্ত থেকে দূরে সরিয়ে দিতে ইসরায়েল টিয়ার গ্যাস ব্যবহারের পাশাপাশি ট্যাংক এবং স্নাইপারও মোতায়েন করেছে বলে জানানো হয়েছে বিবিসির খবরে। ইসরায়েলি সেনাবাহিনী বলছে, অন্তত ৬টি জায়গায় দাঙ্গা-হাঙ্গামা চলছে এবং তারা দাঙ্গায় ‘উসকানিদাতাদের’ দিকে গুলি করছে। ফিলিস্তিনিরা তাদের এই মিছিলের নাম দিয়েছে ‘গ্রেট মার্চ টু রিটার্ন’ বা নিজের ভূমিতে ফিরে যাওয়ার মিছিল। সীমান্তের কাছে তারা পাঁচটি ক্যাম্প স্থাপন করে সেখানে অবস্থান নিয়েছে। ফিলিস্তিনিরা ইসরায়েলের ভিতরে তাদের ফেলে আসা বাড়ি-ঘরে ফিরে যাওয়ার অধিকার চায়। ইসরায়েলি সেনাবাহিনী বলছে, গাজা-ইসরায়েল সীমান্তের কাছে পাঁচটি জায়গায় প্রায় ১৭ হাজার মানুষ অবস্থান নিয়েছে। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, নিহতদের মধ্যে ১৬ বছর বয়সী এক ফিলিস্তিনি বালকও রয়েছে। ফিলিস্তিনি গোষ্ঠী হামাস এই সহিংসতার জন্য ইসরায়েলকে দায়ী করেছে। হামাস নেতা ইসমাইল হানিয়া বলেছেন, তাঁরা এক ইঞ্চি ফিলিস্তিনি জমিও ইসরায়েলের কাছে ছাড়বে না। তিনি বলেন, ফিলিস্তিনের কোনো বিকল্প নেই এবং আমাদের ফিরে যাওয়ার অধিকার ছাড়া এই সংকটের কোনো সমাধান নেই।” এএফপি, বিবিসি

সর্বশেষ খবর